
প্রধানমন্ত্রী রাজনৈতিক মিত্রদের নিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য নির্বাচনকালীন সরকারের ইঙ্গিত , বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ।
১৭ মে বুধবার দুপুরে গনতন্ত্র এক সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি এ মন্তব্য করেন ।
তিনি বলেন, মানুষ কে বিভ্রান্ত করার জন্য নতুন জাল তৈরি করেছে এই সরকার । আমাদের বক্তব্য এই সরকারকে যেতে হবে । এই গুলো আমার কেয়ার করছি না । ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে তামাশাপূর্ণ জ্বালিয়াতি ও নিরপেক্ষ নির্বাচনের কোন অবকাশ নেই । সেই কারণে আমার গণতন্ত্র মঞ্চ নির্বাচনের পূর্বে বর্তমান সরকারের পদত্যাগ , জাতীয় সংসদ বিলুপ্ত ও অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা সরকারের শাসন্যবস্হা পরিবর্তনের সুনির্দিষ্ট ১৪ দফা ভিত্তিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর সঙ্গে গণসংগ্রাম জোরদার ও বিস্তৃত প্রচেষ্টা অব্যাহতো রাখছি ।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য প্রসঙ্গে বলেন, তার নেতৃত্বে সংসদে থাকা তার রাজনৈতিক মিত্রদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন যে ইঙ্গিত দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য না ।
নাগরিক ঐক্যের সভাপতি মান্না বলেন, গত ১৫মে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ও বিবিসিতে দেওয়া তার সাক্ষাৎকার এবং সরকারের পদক্ষেপ তার প্রমাণ পাওয়া যাচ্ছে । সরকারের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে বড়ো ঝুঁকি সৃষ্টি করবে যার মাশুল দিতে হবে দেশ দেশের জনগণকে ।
বেলা ১১টায় তোপখানা রোডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংহতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ ও পদযাত্রার পাঁচদিন কর্মসূচি ঘোষণা করা হয় ।
মান্না বলেন, আমরা যে কর্মসূচি দিয়েছি এটা সরকার পতনের কর্মসূচি নয় । এটা সরকার পতনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি অংশ । চুড়ান্ত যে কর্মসূচি সেটা চুড়ান্ত সময় আসবে ।
Daily J.B 24 / নিজস্ব প্রতিনিধি
আপনার মতামত লিখুন: