
২১শে আগস্ট ২০০৪ সাল বিকেল ৪টায় বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে লক্ষ্য করে ঘাতকরা বৃষ্টির মতো চারদিক থেকে গ্রেনেড ছুড়তে থাকে.. !!
সম্পূর্ণ পরিবেশ মূহুর্তে রক্তে রঞ্জিত হয়ে আকাশ বাতাস বারুদের গন্ধে ভারি হয়ে উঠে.. !!
মূহুর্তে নিজের জীবন বাজি রেখে মানবঢাল তৈরি করেন #প্রয়াত_মেয়র_হানিফ ভাই ও জননেত্রী #দেহরক্ষী #প্রয়াত_মাহবুব_ভাই.. !!
সেদিন তারা নিজের জীবনের চিন্তা করে নাই.. !! তাদের মাঝে চিন্তা ছিলো একটাই, এই গ্রেনেডের মাঝে ও চাওয়া ছিলো একটাই, প্রিয় নেত্রীর জীবন রক্ষা করা.. !!
আজ তাদের তৈরিকৃত মানবঢালের কারনে আল্লাহ'র অশেষ রহমতে প্রিয়নেত্রীর প্রাণ রক্ষা পায় আমাদের জন্য.. !!
কথায় আছে রাখে আল্লাহ মারে কে..?
আজকে ঘাতকেরা নিজের পাপের জন্য আত্মগোপন করে আছে, আল্লাহ উপরে আছেন, ওদের বিচার অচিরে হবে এই বাংলার মাটিতে.. !! ইনশাআল্লাহ
আজকে বিশ্বের মাঝে বাংলাদেশ'কে উন্নয়নের দেশ হিসেবে চিনতে পারছে একমাত্র বঙ্গকন্যা বেঁচে আছেন বলে.. !! আজকে আমরা রাজনীতি করতে পারছি,নিজেকে নেতা হিসেবে দাবি করতে পারছি একমাত্র বঙ্গকন্যা বেঁচে আছেন বলে.. !!
একবার চিন্তা করেন যদি সেইদিন ঘাতকরা সফল হতো.. !! তাহলে আমি আপনি আজকে এই দেশের মানুষের কি হতো..?
আল্লাহ মরহুম হানিফ ভাই মরহুম মাহবুব ভাইকে জান্নাত নসিব করুন.. !!
আমিন.. !!
২০.০৮.২০২২
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: