
নড়াইলের লক্ষ্মীপাশা(লোহাগড়া) চৌরাস্তায় জনৈক মারুফের ফ্লেক্সিলোডের দোকান হতে লোহাগড়া থানার ঘাঘা গ্রামের ইঞ্জিল খান নামের এক বিকাশ প্রতারককে আটক করে লোহাগড়া থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
২৫ জুলাই (সোমবার) বিকেলে প্রতারককে স্থানীয় জনসাধারণ আটক করে। প্রতারকের নাম ইঞ্জিল খান,পিতাঃ ছানোয়ার খান গ্রামঃ ঘাঘা থানাঃ লোহাগড়া জেলাঃ নড়াইল।
প্রতারনার শিকার-
দোকানী ও স্থানীয় সূত্রে জানা যায়,ঐদিন বিকেল ৩ টার দিকে ঐ প্রতারক মারুফের দোকানে এসে বলে, আমার কিছু টাকা আসবে একটি রকেট নম্বর দেন এবং রকেট নাম্বার দেওয়ার কিছুক্ষণ পর ১৯৭৫০ টাকার একটা মেসেজ আসে তখন ইঞ্জিল খান তার দেওয়া আরেকটি নম্বরে ১৬ হাজার টাকা মারুফকে দিতে বললে মারুফ তখন সেই টাকাটা দিয়ে দেয় বিকাশে।
এরপরে ইঞ্জিল খান আরও একটা নাম্বারে ১৮ হাজার টাকা দিতে বললে মারুফের সন্দেহ হয়। সে তার এজেন্ট একাউন্ট চেক করে দেখতে পায় টাকা একাউন্টে যোগ হয় নাই। তখন মারুফ এর এজেন্ট নাম্বারে আরও ২৪৫০০ টাকার একটা ফেক মেসেজ আসে।
এসময় দোকানদার মারুফ তার একাউন্ট চেক করে দেখতে পায় কোন টাকা যোগ হয় নাই। তখন মারুফ ইঞ্জিলের কাছে টাকা চাইলে সে ঘাবড়ে যেয়ে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে।
এক পর্যায়ে বিভিন্ন লোকের মুখে জানা যায় সে বিকাশ প্রতারক চক্রের সদস্য এর আগেও সে বিভিন্ন এলাকায় এ ধরনের অপরাধমূলক কাজ করেছে।
একপর্যায়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মারুফ লোহাগড়া থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: