• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

জনাব মাহমুদুর মান্না আপনাকে ধারাপাত শিক্ষা গ্রহন করতে হবে

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:১৯ এএম
মাহমুদুর মান্না,  ধারাপাত শিক্ষা,  রাজনীতি, আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত

 

এক ওক্কে এক, দুই এক্কে দুই, দুই দুগুনে চার,  মনে হয় আমরা স্কুলের প্রথম ক্লাসে এভাবেই ধারাপাত পড়ে যোগ, বিয়োগ, গুন ইত্যাদি শিখেছি। এরজন্য অংক স্যারের কানমলা, মুরগী হওয়া, চিকন বেতের পিটানি কম খাইনি। 
জনাব #মাহমুদুর_রহমান_মান্না আপনি মনে হয় ডাবল প্রমোশন নিয়ে ক্লাস ওয়ানের গন্ডি পার হয়েছিলেন। যার ফলে আপনার অংকের হিসাব এতটাই দুর্বল যে, ঘাস আর কাঠালপাতা ছাড়া কিছুই দেখছেন না।


যাইহোক আসল কথায় আসি। জামায়াতের এজেন্ট ফেস দ্যা পিপল With সাইফুর সাগর এর উস্কানি চ্যানেলে হাজির ছিলেন #মাহমুদুর_রহমান_মান্না । #সাইফুর_সাগর ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামীলীগের যুবলীগের সমাবেশে লোক সংখ্যার কথাটা বলানোর চেষ্টা করেছে মান্না সাহেবকে দিয়ে । একপর্যায়ে জামায়াতের এই এজেন্টের প্রশ্নে মাহমদুর রহমান মান্না বলেছেন - ১লক্ষ মানুষও আসেনি সমাবেশে। মাঠের কোন অংশ নাকি ফাঁকা ছিলো এটা প্রচার করলেন তিনি । 


তাই আমি বলেছি মাহমুদুর রহমান মান্না প্রথম শ্রেনীতে ধারাপাত পড়েন নি । ডাবল প্রমোশন নিয়ে উপরের ক্লাস থেকে সে শিক্ষা জীবন শুরু করেছে । আর তাই হয়তো মাহমাদুর রহমান মান্নার রাজনৈতিক দল #নাগরিক_ঐক্যতে ভাবেন সারাদেশের মানুষ তার সাথে আছে। দিনশেষে দেখাযায় - ১ দল , ১ নেতা , ১ ভোট । এখানেও সেই হিসাবের ভূল । নিজের দলের হিসাব যার জানা নেই, তার মুখে যুবলীগের লোক সমাগমের হিসাব কাঠাল পাতা আর ঘাস হবে সেটাই স্বাভাবিক । 
মূলত তিনি দলটি করেছেন , বৈদেশিক সাহায্য বা ডোনেশন নিয়ে জীবন জিবিকা চালানোর জন্য । দেশের বাইরে থেকে দুই একটি ঠুস ঠাস সরকার বিরোধী বক্তব্য দিয়ে যা পায় সেটাই তার ইনকাম সোর্স হয়তো । এরকম দল অনেক আছে । 


মাহমাদুর রহমান মান্না দেখেন নি , একদিকে প্রেসক্লাব হতে মতস ভবন হয়ে সমগ্র সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ সমগ্র এলাকা ছিলো জনসমাগমে ঠাসা । লোক মাঠের মধ্যে বসার স্থান না পেয়ে একদিক থেকে প্রবেশ করে, অন্যদিক থেকে বেরিয়ে অবস্থান নিয়েছে আশেপাশের এলাকায় । আর উনি বলছেন ১ লক্ষ মানুষও হয়নি । 
#মাহমুদুর_রহমান_মান্না সাহেব গোপাল ভাঁড় হওয়া ভালো, কিন্তু ভাঁড় হওয়া ভাল নয় । আশাকরি ১ দলের ১ নেতা এবং ১ টি ভোট গুনতে হলেও আপনাকে #ধারাপাত পড়া উচিৎ ।

 

মোঃ তৈমুর মল্লিক 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ