
জাতিসংঘ মধ্যস্থতা করলে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে সংলাপে বসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র আমু বলেন, "বিএনপির সঙ্গে আলোচনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে কোনো বাধা দূর করতে সাহায্য করতে পারে।"
বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এক সমাবেশে আমু বলেন, জাতিসংঘ এর আগে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলকে একত্রিত করতে ভূমিকা রেখেছিল।
তিনি পরামর্শ দেন, বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি সমাধানে প্রয়োজনে জাতিসংঘের একজন প্রতিনিধিকে যুক্ত করা যেতে পারে।
আমু বলেন, "সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে এবং সেগুলো সমাধানের উপায় খুঁজতে আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি আলোচনা করতে ইচ্ছুক।"
আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমাধান করা যেতে পারে বলে জোর দিয়ে আমু বলেন, নির্বাচন বানচাল বা অসাংবিধানিক শর্ত আরোপের যে কোনো প্রচেষ্টা মোকাবেলা করা হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে মন্তব্য করেছেন, এটিকে ভ্রান্ত উদ্দেশ্যযুক্ত একটি হিসাবে চিহ্নিত করেছেন।
মেনন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়, তাহলে তিনি বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য চ্যালেঞ্জ করবেন, অর্থাৎ তাদের সাহস থাকলে।
বৈঠকে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: