
জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত করার লক্ষ্যে মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় । উক্ত নির্বাচন পক্রিয়াতে সর্বোচ্চ ভোট (১৬০) পেয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গ্রুপে মোট ১৯০টি ভোট পড়ে। এর মধ্যে ১৮৯টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়। বরাদ্দ চারটি আসনের বিপরীতে বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।
বাংলাদেশের পাশাপাশি মালদ্বীপ ১৫৪টি, ভিয়েতনাম ১৪৪টি, কিরগিজস্তান ১২৬টি, দক্ষিণ কোরিয়া ১২২টি ভোট ও আফগানিস্তান ১২টি ভোট পেয়েছে।
৪৭ সদস্যের মানবাধিকার পরিষদের ১৪টি সদস্য পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ছাড়াও নির্বাচিত অপর সদস্যরা হলো আলজেরিয়া, বেলজিয়াম, চিলি।
জয় বাংলা ২৪ / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: