• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

টিউশনির টাকায় কেনা শাড়ি- পদ্মা সেতু এঁকে ঈদ উপহার দিতে চান প্রধানমন্ত্রীকে

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ০৬ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০৩ এএম
পদ্মা সেতু , ঈদ উপহার , প্রধানমন্ত্রী ,  ঢাকা , বাংলাদেশ
সংগৃহীত

মানুষের ভালোবাসার আবেগের কোন সীমানা হয় না । পদ্মা সেতু কত মানুষকে আবেগিয় করেছে, করেছে আন্দোলিত তার কোন ইয়াত্তা নেই । সবাই জানে একটা মানুষ শুধু অকাতরে দিয়েই চলেছে । বিনিময়ে পায়নি কিছুই । পেয়েছে, সমালোচনা , তিরস্কার , চক্রান্ত আর গ্লানি তাকে দিয়েছে অনেকেই অকৃপন ভাবে ।  তারপরেও জয় হয় ভালোবাসার, জয় হয় বাংলাদেশের । সেই মানুষটির নাম আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।  

 

সেই ভালোবাসার স্থানে দাঁড়িয়ে টিউশনির টাকা দিয়ে একটি শাড়ী কিনেছেন নেত্রকোণা সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ইসরাত কলি । তিনি সেই শাড়িতে পদ্মা সেতুর নকশা এঁকে প্রধানমন্ত্রীকে দিতেচান ঈদ উপহার হিসাবে। সামর্থ আর ইচ্ছা এই দুইটি বিষয়ের যুদ্ধ চিরকাল । হয়তো টিউশনির টাকায় কেনা এই শাড়িটির আসলেই কোন মূল্য হয় না । যার একমাত্র মূল্য ভালোবাসা । 


নেত্রকোণার এক কলেজছাত্রী একমাস ধরে তার তিন শিক্ষার্থীকে নিয়ে তৈরি করেছেন শাড়ীটির নকশা।  শাড়িটি যেন ঈদের আগেই প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে যায় সেই চেষ্টার অন্ত নেই । 

নেত্রকোণা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের আলেক মিয়ার মেয়ে ইসরাত কলি। রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস শেষ করে জেলা শহরে থেকেই পড়াশোনা করছেন মার্স্টাসে। পাশাপাশি টিউশনি করে যোগান দেন নিজের খরচ। অন্য সবার মতো তাকেও পদ্মা সেতুর  মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ পদ্মা সেতুর সফল বাস্তবায়ন দেখে স্থির করেন তাকে একটি উপহার দেয়ার। নিজের টিউশনির টাকা জমিয়ে কেনেন একটি শাড়ি। এরপর চলছে ৩ শিক্ষার্থী নিয়ে মাসাধিকাল ধরে পদ্মা সেতু অংকন । 

শিক্ষার্থীদের এমন আবেগ মাখানো ভালোবাসা ঈদুল আযহার আগেই তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। তারা মনে করে, প্রধানমন্ত্রী দেশবাসীকে উপহার দিলেও তিনি নিজেই কিছুই পাননি। তাই তাকে এই শাড়ি উপহার দিতে চান তারা।

 


 

Daily J.B 24 / নেত্রকোনা সংবাদ

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ