
মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতেও দারুণ দিন কাটিয়েছে বাংলাদেশ। শুরুতে মাত্র ৭০ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় দিনে ব্যাট হাতে উজ্জ্বল বাংলাদেশ ।
প্রথম দিনই নিউজিল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। আজ রবিবার (২ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুরু থেকেই সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশি বোলাররা। ফলে ৩২৮ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত দারুণভাবে ব্যাট করছে টাইগাররা।
ব্যাট হাতে ৬৪ রান করে নাজমুল হোসেন শান্ত ফিরলেও ৭০ রানে ক্রিজে আছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে ৮ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল হক। তৃতীয় সেশনও প্রায় শেষের দিকে ১০৯ বলে ৭ চার ও ১ ছয়ের মারে ৬৪ রান করে ফিরতে হয় সাজঘরে। তার আউটে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি। ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান অধিনায়ক মুমিনুল হক।
Daily J.B 24 / অনলাইন নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: