• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি আটক

নিজস্ব প্রতিনিধি - হাবিব
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৮ এএম
ঠাকুরগাঁও , ভুয়া ডিবি, আইন ভঙ্গ, চারিত্রিক অবক্ষয়

বুধবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় চাঁদাবাজির অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে দুইজনকে আটক করা হয়েছে।


আটককৃতরা হলেন- ইউসুফ খলিফার ছেলে মুন্না হোসেন (৩৬) ও আব্দুল মান-নানের ছেলে নুর মোহাম্মদ (৩৭) দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা।


রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ডিবির পরিচয়ে আটক ব্যক্তিরা আদিবাসী আমিন মার্ডিকের কাছ থেকে ১৮ হাজার টাকা নেয় বলে তাকে ভয় দেখিয়ে টাকা না দিলে তাকে মাদক মামলায় ফাঁসানো হবে।


তিনি জানান, দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাদের গতিবিধি সন্দেহে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে তাদের আটক করে বলে জানান ওসি।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক মামলায় জড়ানোর হুমকি দিয়ে ওই ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির টাকা আদায়ের কথা স্বীকার করেছে বলে জানান তিনি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ