
রাজনৈতিক অঙ্গনে রাজধানীকে কি পয়েন্ট হিসাবে ধরা যেতেই পারে । অন্তত বর্তমান রাজনৈতিক চরিত্রের কারনে । সকল দল চেষ্টা করে অন্তত ঢাকার রাজনীতি তাদের সবচেয়ে চৌকশ রাজনীতিবিদের হাতে থাকুক । বলতে পারেন যুদ্ধের মাঠে মূল আক্রমণকারী দলের মতো ।
যুদ্ধে একটি বাহীনীর অনেকগুলো দল থাকে, নাম নাই বললাম । কিন্তু সকল দলের কাজের উপর নির্ভর করে মূল আক্রমণকারী দল চূড়ান্ত আক্রমন করে । আরো উদাহরণ দিলে ফুটবলের ১১ জন খেলয়াড়ের দিকে তাকান , স্ট্রাইকারই সেখানে মূল আক্রমণ কারী । মাঠের মধ্যভাগ আক্রমণের ফিল্ড সহজ করতে কাজ করে ।
#নিপুন_রায় সেই দিক থেকে #বিএনপির একজন মূল স্ট্রাইকার হিসাবে রয়েছে সেটাই দেখতে পেলাম ।
দেশের বুদ্ধিজীবীদের নিকট প্রশ্ন - নিপুন_রায় যে কথাই ঠিক করে বলতে পারেনা । শারীরিক ভাষায় যে একজন চরমপন্থির মতো, শিক্ষার দৌড় কতটা জানিনা , সে যদি হয় রাজনৈতিক ভাবে #বিএনপির স্ট্রাইকার তাহলে সেই দলের বাকি রাজনৈতিক দুরদর্শিতা সম্পন্ন মানুষের কি অবস্থা! অবশ্য সভাপতি হিসাবে রয়েছে #খন্দকার_আবু_আশফাক । কিন্তু সাধারণ সম্পাদক #নিপুন_রায় হিসাব মোতাবেক ঢাকায় তার দলের সকল বিষয় নিয়ন্ত্রন, মাঠে এক্সিকিউট সহ নানা দায়িত্ব পালন করবেন ।
এমন একটা কঠিন বিষয়ে #নিপুন_রায় কেন ! তার দলে চরম্পন্থী আদলে আর কোন নেতা ছিলোনা ? অবশ্যই ছিলো, কিন্তু তারপরেও কেন #নিপুন_রায় । মাজেজাতো একটা আছেই ? তাহলে কি শামা ওবায়েত, রূমিন ফারহানা, এরা #নিপুন_রায়ের নিকট ধরাশায়ী । #তারেক_রহমানকে জিতে নিলো নিপুন রায় ? নাকি অন্য কোন মাজেজা?
এর বাইরে মাজেজা বলতে আর একটাই বাকি থাকে , সেটা হলো ভিন্ন কোন স্থানের বিশেষ বায়াসে থাকে নিপুন রায় । #তারেক_রহমান কৌশলে কি সেই বায়াসটাকেই কাজে লাগাতে চাইছে ? নাকি নিপুন রায়ের মাঠে যে চরমপন্থী স্টাইল সেটাকে বেছে নিয়েছে #তারেক_রহমান !
হতে পারে কোনটাই । কিন্তু যেটাই হোক, বিএনপি এমন কমিটি গঠন করে রাজনৈতিক পরাজয় নিজেরাই ডেকে আনলো । কারন নিপুন রায়ের মতো উচ্ছৃঙ্খল , চরমপন্থি চরিত্রের মানুষকে রাজধানির মতো #কি_পয়েন্টে দায়িত্ব দিয়ে প্রমান করেছে, তারা কেমন রাজনীতি চায়, কেমন রাজনৈতিক ব্যাক্তিদ্বারা দল গঠিত, দলের আসল ভাবমূর্তি কি, কি তাদের যোগ্যতা ।
শুভকামনা #নিপুন_রায়, বিএনপিকে আরো একধাপ পচনের জন্য ।
মোঃ তৈমুর মল্লিক
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: