• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাকা হতে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন, ৩ বগিতে আগুণ জ্বলছে

নিজস্ব সংবাদ দাতা
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৭ পিএম
রেলে আগুণ, পরাবত এক্সপ্রেস, ঢাকা সিলেট , দুর্ঘটনা
ফাইল ছবি

ঢাকা হতে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন লেগেছে ।  ঢাকা: সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার মধ্যে কোন কারণ সঠিক ভাবে এখনও জানা যায়নি । তবে ট্রেনে থাকা যাত্রীরা জানিয়েছেন, এরইমধ্যে তিন বগিতে আগুন ছড়িয়েছে। কোন জীবনের ক্ষতি হয়নি, যাত্রীরা নিরাপদে ট্রেন থেকে নামতে পেরেছেন।

১১ই জুন ২০২২ শনিবার  দুপুর একটার দিকে কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে ট্রেনটির এসি বগিতে আগুন লাগে। 
ট্রেনে থাকা যাত্রী মারফত জানাযায়- ‘দুইটা বগি আগুনে পুড়েছে। এখন তৃতীয় বগিতে আগুন ছড়িয়েছে। তবে যাত্রীরা সবাই নিরাপদে নামতে পেরেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করছে।’

তারা বলেন, ‘ট্রেনটির এসি বগিতে আগুনের সূচনা ঘটে। আমরা দেখি, হঠাৎ বগিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। টিটিকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত ট্রেন থামানোর ব্যাবস্থা নেন।’

তারা আরও বলেন, ‘এখন পর্যন্ত ট্রেনটির যে তিনটি বগি আগুনে পুড়ে গেছে সেগুলোকে আলাদা করা হয়েছে।’

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ‘শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমসেরনগর গিয়ে পারাবত এক্সপ্রেসে আগুন লাগার খবর পাই। বর্তমানে ঢাকা-সিলেট রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।’

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিদুর রহমান বলেন, ‘ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।’

ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন— ট্রেনটির এসির কোনো ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ