
প্রয়াত চিত্রনায়ক ফারুকের আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে প্রার্থী হবেন হিরো আলম।
হিরো আলম বলেন, ‘আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময়ই কাজ করতে চাই। ভালো লাগে, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তাই সবকিছু মিলিয়ে আবারও নির্বাচনে আসা।’
তিনি বলেন, 'আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশন থেকে নমিনেশন ফর্ম কিনব। ফারুক ভাই একজন মহান নায়ক। তার চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তার অনেক উন্নয়ন কাজ অসমাপ্ত থেকে গেছে। আমি সেই কাজগুলো সমাপ্ত করতে চাই।'
গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আশা রাখি, একইভাবে নির্বাচন হলে আমি সফলতা নিয়ে বের হতে পারবো। কিছুদিন আগে আমি নির্বাচন করলাম, কিন্তু আমি সেখানে হারিনি। দেশের জনগণ জানে, আমি পাস করেছি এবার। কেউ যদি বলে আমি ফেল করেছি, তবে সেটা ভুল। আমাকে ফেল করানো হয়েছিল।’
আগামী জাতীয় নির্বাচনেও কী ঢাকা থেকে প্রার্থী হবেন- জানতে চাইলে হিরো আলম বলেন, 'জাতীয় নির্বাচনে আমি ঢাকা থেকে নয়, বগুড়া থেকে নির্বাচনে অংশ নেব।'
ঢাকার মানুষ কেন আপনাকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, 'আমাকে সারাদেশের মানুষ ভালোবাসেন। আমি খুব কষ্ট করে এই অবস্থায় এসেছি। ঢাকায় নির্বাচন করে প্রমাণ করতে চাই, মানুষ আমাকে কত ভালোবাসে। আমার বিশ্বাস ঢাকার ভোটাররাও আমাকে ভোট দেবেন।'
এর আগে, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেন হিরো আলম। তিনি বগুড়া-৬ আসনে অনেক ভোট হারলেও বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থীর কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: