• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তারেকের মনোনয়ন বানিজ্যে নতুন দিগন্ত দেশব্যাপী গণ সমাবেশ!

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৫৭ এএম
শেখ হাসিনা,  প্রধানমন্ত্রী, , বিএনপি, তারেক জিয়া, খালেদা জিয়া, জামায়াত , রাজনীতি , মনোনয়ন বানিজ্য

 

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনে হয় কথাটা ভুল বলেনি।  তিনি তারেকের নাম না নিলেও মির্জা ফকরুলের নাম নিয়ে যে তথ্য দিয়েছে তার সত্যতা মিলতে শুরু করেছে বলেই মনে হয়। 


২০০৬ এর পর থেকে তারেক লন্ডনে বসে দলকে জাতীয় নির্বাচনে সরাসরি অংশ না নিতে দিলেও ৩০০ আসনের মনোনয়ন বানিজ্য কিন্তু বন্ধ ছিল না। কোন প্রকার ইনকাম সোর্স ছাড়াই তারেকের মিলিয়ন বিলিয়ন অর্থের মালিকনার হিসাব কি সেটা বিএনপি সব জেনেও মাঠের মানুষদের রেখেছে অন্ধকারে। কারন সেই বানিজ্যের একটি অংশে বিএনপির নেতারাওতো চর্বিযুক্ত। 
পিঠ বাঁচাতে সেই অর্থপ্রদানকারী নেতাদের বিভিন্ন ব্যানারে অন্য সকল নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছে । মজার বিষয় হলো, যারা এমপি হবার স্বপ্নে বিভোর হয়ে অর্থপ্রদান করেছে, তারা পরবর্তীতে সান্তনা পুরুস্কার গ্রহন করে অনেকেই দল থেকে চলে গেছে । এসেছেও অনেক ।


এবার সেই ধারার পরিবর্তন হয়ে অনেকটা একঢিলে ২ পাখি মারার নীতিতে সারাদেশে গণ সমাবেশ ডিক্লিয়ার করে মনোনয়ন বানিজ্যকে প্রতিযোগিতা মূলক করে তুলেছে বলেই শোনা যাচ্ছে।  


নীতি ১। 


মনোনয়ন বানিজ্যে প্রতিযোগিতার ফলে সারাদেশে আগামীর সংসদ নির্বাচনে #বিএনপির টিকিট পেতে অর্থ প্রদান পরিমাণ বেড়ে গেছে অনেকটাই। খাবার খাদ্যের দাম যেমন বেড়েছে, তেমনি মনোনয়নের দামও বেড়েছে। বিষয়টি প্রতিযোগিতার ফলে বল চলে গেছে সীমানার বাইরে।   একি সাথে অঞ্চল ভিত্তিক সমাবেশে ২/৩/৪ দিন আগে আগত লোকদের সকল খরচ পেয়ে যাচ্ছে নির্বিঘ্নে।  সেই সাথে রাস্তার টোকাই, কিশোর গ্যাং ভাড়া করতে অর্থের যোগান আসছে মনোনয়ন প্রার্থীদের মাধ্যমেই, সেটাও প্রতিযোগিতার মাধ্যমে।  
এই দুর্মূল্যের বাজারে, পকেটের টাকায় কেউ দেশের এই প্রান্ত থেকে অপরপ্রান্তে গমন করবে সেটা চাপাবাজী ছাড়া কিছুই নয়। সেখানে অর্থ কামাই আছে, #বিএনপির প্রতি ভালোবাসা নেই সেটা বলাই যায়। তাছাড়া বিদেশি ডোনেশনতো রয়েছেই।  


নীতি ২। 

এই সমাবেশের মাধ্যমে যদি কোন ভাবে জাগরণ জাগিয়ে দেয়া যায়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যায়, রাষ্ট্রক্ষমতা দখল করা যায় সেটা হবে অতিরিক্ত পাওনা।  


২০০৬ হতে আজ পর্যন্ত বিএনপির রাজনীতি টোটাল মনোনয়ন বানিজ্যের রাজনীতি, যার উপর নির্ভরশীল বিএনপির তথাকথিত রাজপুত্র তারেক_রহমান। প্রত্যেক বার ৩০০ আসনে মনোনয়ন বানিজ্য করেছে দুইহাত দিয়ে, এমনটাও হয়েছে প্রত্যেক এলাকায় একের অধিক ব্যাক্তির নিকট হতে অর্থগ্রহন করেছে, কিন্তু হেরে যাওয়ার ভয়ে, মনোনয়ন বানিজ্যে ভাটা পড়ার ভয়ে হয় নির্বাচনে অংশই নেয়নি, নিলেও সময়ের আগে প্রত্যাহার করেছে।  
তারেক রহমান এবার রেকর্ড পরিমাণ অর্থের গ্রহিতা হবে এতে সন্দেহ নেই।  জ্যামিতিক হারে মনোনয়ন বানিজ্যের রেট বৃদ্ধিপেয়েছে সারাদেশে।  


 ফকরুল ইসলাম ও তার গং খুব ভাল করেই জানে আগামী জাতীয় নির্বাচনের ফলাফল। মরন কামড় দিয়েছে মনোনয়ন বানিজ্যে। অন্তত একটা দিক আসুক। এটাই বা কম কিসে।  
সন্দেহাতীত ভাবে এই অর্থের একাংশ দয়েই খুব শিগ্রই মাঠে নামাবে আগুন সন্ত্রাসী বাহিনী। সেটা অনেকটাই পরিস্কার হয়ে আসছে। 
যাইহোক, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিষয়টি ধরতে পেরেছে হয়তো। আর তাই তিনি বলেছেন - খেলা হবে। এটা বিশ্বাস করি যে কোন অপঃতৎপরতা রুখতে পিছপা হবেনা প্রশাসন।।

  
মোঃ তৈমুর মল্লিক 

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ