• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থার দ্বারপ্রান্তে বাংলাদেশ

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৮ পিএম
দুই বছর মেয়াদি ,  প্রাক-প্রাথমিক শিক্ষা ,  বাংলাদেশ
প্রতীকী ছবি

 

দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে যাচ্ছে সরকার। যদিও বর্তমানে শিশুদের প্রাক-প্রাথমিকের মেয়াদকাল এক বছর । অর্থাৎ চার বছর বয়সে স্কুলে যাবে শিশুরা। আগামী জানুয়ারি হতে তিন হাজারেরও বেশি স্কুলে চালু হবে এই পদ্ধতি । 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর মাধ্যমে জানা যায়,  প্রথম বছর প্রাক-প্রাথমিক-১ আর দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক-২ নামকরণ করা হতে পারে। ইতিমধ্যে তৈরি হয়েছে কারিকুলামও। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে তিন হাজার ২১৪ বিদ্যালয়ে এই পদ্ধতি চালু করবে।

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য এ কে এম রিয়াজুল হাসান বলেন, এই দুই পর্যায়ের কারিকুলামের অনুমোদন দেওয়া হয়েছে। খেলার ছলে শিখতে শিখতে স্কুলের জন্য প্রস্তুত হবে শিশুরা। আর মানহীন কিন্ডারগার্টেনে ছুটতে হবে না অভিভাবকদের।

 

এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী । তিনি বলেন, আরও আগেই এটি করা উচিত ছিলো। এ সময় অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। 

এদিকে এনসিটিবির বলছে, তিন হাজার ২১৪ প্রতিষ্ঠানে পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে ২০২৪ সাল থেকে দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে এটি চালু হবে।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ