• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

দুদকের মামলাতেও জামিন পেল সম্রাট, কারামুক্তিতে আর কোন বাঁধা থাকলো না

অনলাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৪ পিএম
সম্রাট, দুদক, আইন , আদালত

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরীর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা  করেছিলো দুদক। সেই প্রেক্ষিতে সম্রাটের পক্ষ থেকে জামিন আবেদন করা হয় । বিজ্ঞ আদালত আবেদন আমলে নিয়ে  সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন  ।  এই জামিনের মধ্যে দিয়ে সম্রাট তার বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই জামিন পেলেন। এতে তার কারামুক্তিতে আর কোন বাধা থাকলো না।

১১ মে ২০২২ বুধবার  ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

সম্রাটের আইনজীবী মাহবুবুল আলম দুলাল গণমাধ্যমকে বলেন, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় এর আগে জামিন পেয়েছেন তিনি। এবার দুদকের মামলাতেও জামিন পেয়েছেন। তাই তার কারমুক্তিতে বাধা নেই।

এর আগে গত ২৮ এপ্রিল একই আদালত এ মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর করেছিলেন।

 

জেবি২৪/আইন আদালত

Daily J.B 24 / জয়বাংলা২৪.লাইভ নিউজ ডেস্ক

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ