
অন্তত আজকের দিনে এসে কিছুটা বিশ্বাস হতে শুরু করেছে যে, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘষণা করেছিলো সেই ঘোষণা আলোর মূখ দেখতে শুরু করেছে । অথচ দুর্নীতির বিরুদ্ধে জয়ী হওয়া মোটেও সহজ কাজ নয় । অত্যান্ত কুটিল ও জটিল পদক্ষেপ । কারণ দুর্নীতি এমন একটি জাল যার এক দিকে টান দিলে অন্যদিকের শক্তি তাকে রক্ষা করার জন্য তৎপর হয় । অত্যান্ত সাহসী ও বিপদজনক একটি পদক্ষেপ দুর্নীতি বিলুপ্ত করা ।
যে অর্থের উপর দাঁড়িয়ে রাষ্ট্র তার বীরত্ব ঘোষণা করে, সেই অর্থের উপর দাড়িয়েই রাষ্ট্র ব্যাবস্থা ধ্বংসের দিকে চলে যায় । এই উভয় ক্ষেত্রকে ব্যাল্যান্স করে তবেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কার্যকর হয় । বিষয়টি এতটাই কঠিন ও সঠিক সিদ্ধান্ত নির্ভর যা ধারনারও বাইরে । ইচ্ছা করলেই এই সম্পর্কে মন্তব্য হয়তো করা যায়, কিন্তু ফলাফলে যে বিপর্যয় নেমে আসে সেখান থেকে পরিত্রানের উপায় বাতলে দেয়া ততোটা সহজ ও আরামদায়ক নয় ।
২২ মে ২০২২ তারিখে বিচারবিভাগের ২টি যুগান্তকারী রায় মুহুর্তেই বদলে দিতে শুরু করেছে মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাসকে । বাংলাদেশ বিচার বিভাগের প্রতি , রাষ্ট্রের দৃঢ় সংকল্পের প্রতি নেতিবাচক ধারণা অবশ্যই পালটে দেবে বলে আমার বিশ্বাস ।
১। আওয়ামীলীগের জন্য অত্যান্ত গুরিত্বপূর্ন ব্যাক্তি হাজী সেলিম
২। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ জন ট্রাস্টি
উভয় ক্ষেত্রে মহামান্য আদালত যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সেটাই মানুষ আশাকরে, হোক সেটা বন্ধুর । দেশের সকল দুর্নীতিবাজদের জন্য একটি অশনি সংকেত দৃশ্যমান হলো । বৈশ্বিক অর্থনীতিতে মন্দার সময়ে এসে রাষ্ট্র ব্যাবস্থা যখন মানুষের জন্য বিপদ জেনেও তার সামনে বুক চিতিয়ে দাঁড়ায়, তখনই প্রমাণ হয় সবকিছু ।
এমন অবস্থায় দাঁড়িয়ে বিচার ব্যাবস্থাকে জানাই আন্তরিক অভিনন্দন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই স্যালুট । এই ধারা চলমান থাকলে, বাংলাদেশকে অবশ্যই আমরা আমাদের সন্তানদের নিকট রেখে যেতে পারবো সোনার বাংলা হিসাবে ।
মোঃ তৈমুর মল্লিক
কলামিস্ট
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক
দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন
Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: