• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

দুর্নীতি রোধে ২টি যুগান্তকারী সিদ্ধান্তের সাক্ষী হলো আজ বাংলাদেশ

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১১ এএম
প্রধানমন্ত্রী, শেখ হাসিনা , দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, বিচার বিভাগ
ফাইল ছবি

অন্তত আজকের দিনে এসে কিছুটা বিশ্বাস হতে শুরু করেছে যে, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘষণা করেছিলো সেই ঘোষণা আলোর মূখ দেখতে শুরু করেছে । অথচ দুর্নীতির বিরুদ্ধে জয়ী হওয়া মোটেও সহজ কাজ নয় । অত্যান্ত কুটিল ও জটিল পদক্ষেপ । কারণ দুর্নীতি এমন একটি জাল  যার এক দিকে টান দিলে অন্যদিকের শক্তি তাকে রক্ষা করার জন্য তৎপর হয় । অত্যান্ত সাহসী ও বিপদজনক একটি পদক্ষেপ দুর্নীতি বিলুপ্ত করা ।  

যে অর্থের উপর দাঁড়িয়ে রাষ্ট্র তার বীরত্ব ঘোষণা করে, সেই অর্থের উপর দাড়িয়েই রাষ্ট্র ব্যাবস্থা ধ্বংসের দিকে চলে যায় । এই উভয় ক্ষেত্রকে ব্যাল্যান্স করে তবেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কার্যকর হয় । বিষয়টি এতটাই কঠিন ও সঠিক সিদ্ধান্ত নির্ভর যা ধারনারও বাইরে । ইচ্ছা করলেই এই সম্পর্কে মন্তব্য হয়তো করা যায়, কিন্তু ফলাফলে যে বিপর্যয় নেমে আসে সেখান থেকে পরিত্রানের উপায় বাতলে দেয়া ততোটা সহজ ও আরামদায়ক নয় । 
২২ মে ২০২২ তারিখে বিচারবিভাগের ২টি যুগান্তকারী রায় মুহুর্তেই বদলে দিতে শুরু করেছে মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাসকে । বাংলাদেশ বিচার বিভাগের প্রতি , রাষ্ট্রের দৃঢ় সংকল্পের প্রতি নেতিবাচক ধারণা অবশ্যই পালটে দেবে বলে আমার বিশ্বাস । 
১। আওয়ামীলীগের জন্য অত্যান্ত গুরিত্বপূর্ন ব্যাক্তি হাজী সেলিম 
২। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ জন ট্রাস্টি 
উভয় ক্ষেত্রে মহামান্য আদালত যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সেটাই মানুষ আশাকরে, হোক সেটা বন্ধুর । দেশের সকল দুর্নীতিবাজদের জন্য একটি অশনি সংকেত দৃশ্যমান হলো । বৈশ্বিক অর্থনীতিতে মন্দার সময়ে এসে রাষ্ট্র ব্যাবস্থা যখন মানুষের জন্য বিপদ জেনেও তার সামনে বুক চিতিয়ে দাঁড়ায়, তখনই প্রমাণ হয় সবকিছু । 
এমন অবস্থায় দাঁড়িয়ে বিচার ব্যাবস্থাকে জানাই আন্তরিক অভিনন্দন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই স্যালুট । এই ধারা চলমান থাকলে, বাংলাদেশকে অবশ্যই আমরা আমাদের সন্তানদের নিকট রেখে যেতে পারবো সোনার বাংলা হিসাবে । 

 

মোঃ তৈমুর মল্লিক 
কলামিস্ট
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক 
দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন  

 

 

 

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ