• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দেশমুক্তি বিপ্লব” মঞ্চ থেকে রাষ্ট্রদ্রোহী শহীদ গণ-অভ্যুত্থানের ভূয়া স্বপ্ন দেখছে। পিছনে কে ?

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ০১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৭ পিএম
দেশমুক্তি বিপ্লব” মঞ্চ , রাষ্ট্রদ্রোহী শহীদ , গণ-অভ্যুত্থান

দুর্নীতিগ্রস্থ, ক্রিমিন্যাল, রাষ্ট্রদ্রোহী কর্ণেল শহীদ (অবঃ) সাম্প্রতিক সময়ে তার ফেসবুক পেজে একটি পোষ্ট প্রদান করেছে । যেটা হুবুহু তুলে ধরা হলো । 


এই দেশদ্রোহী দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে আবার উঠে দাঁড়িয়েছে । যার কাজই হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুৎসা রটনা করা । রাস্তার দর্দমার কিটের মতো ভাষা ব্যাবহার করে প্রতিনিয়ত সে আক্রমন করছে শেখ হাসিনাকে । 

বাংলাদেশ আওয়ামীলীগের সকলের প্রতি অনুরোধ আপনারা এই লোকটার ঠাইযেন বাংলার মাটিতে না হয় তার জন্য ব্যাবস্থা গ্রহন করুন । তিনি দেশমুক্তি বিপ্লব” এর মঞ্চ থেকে কমান্ড দেবেন গণ অভ্যুত্থানের এমন বক্তব্যে এটা প্রতিয়মান হয় যে, দেশের মধ্যেই দেশ মুক্তির ব্যানারে লোক নেই সেটা নয় । সেই সাথে তিনি সাপোর্ট পাবে সকল বিরোধী শক্তির । আর তাই বিষয়টিকে হালকা ভাবে নিলে ভুল হবে । 

 

বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ আপনারা এই দেশদ্রোহীকে যথোপযুক্ত পুরুস্কার বুঝিয়ে দিন । 

 

তার প্রদত্ত স্ট্যাটাসে আমি ব্যাক্তিগত ভাবে কিছু প্রশ্ন করেছি - সেটা তুলে ধরলাম । 

মিস্টার আপনাকে খুব ভালো করে চিনি । যারা চেনেনা গল্প তাদের কাছে দেবেন । এটা কি বক্রিস্থান পেয়েছেন ? এটা বাংলাদেশ । আপনার ফিরিস্তি আমাদের কাছে আছে । বলবো সময় মতোও । বাঙালি এখনও এত বোকা হয়নি, যে সেনানিবাস থেকে উঠে আসা কোন ব্যাক্তিকে আবার নেতা বানাবে ।
১। রাজনীতির পাঠ কতটা জানেন ? কতটা বোঝেন ? এটা কি ফকির ফকির খেলা ? বর্তমান বিশ্বে কোন দেশকে লিড দিতে গেলে কোন কোন অধ্যায়ে জ্ঞান থাকা আবশ্যক জানাবেন ।
২। বর্তমান মুক্তবাজার অর্থিনীতির সাথে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষা করার কোন কোন কূটনৈতিক তৎপরতা জানা আছে আপনার ?
৩। বিশ্ব রাজনীতি বর্তমান সময়ে একটা দেশের উপর কতটা প্রভাব বিস্তার করে, এবং কোন কোন বিষয়ে সেই প্রভাব সামান্য এদিক ওদিক হলেই দেশ পড়ে যায় মহাবিপদে , জানা আছে আপনার ?
৪। দেশের নির্বাহী ক্ষমতা চালাতে যে সকল দিকে দৃষ্টি দিতে হয় তার কয়টা পাঠ আপনার জানা আছে ?
৫। চাহিদা আর যোগানের সমন্বয় করতে এবং সেই সমন্বয়ে দেশিয় দুর্নীতির যে সম্পর্ক , সেই সম্পর্ক দূর করতে গেলে যে জ্ঞান, দৃষ্টি শক্তি দরকার তার কতটা রাখেন আপনি ?
৬। ডিফেন্স পাওয়ার লে আউটের প্রথম শর্ত কি ?
৭। আন্তর্জাতিক ভাবে কূটনৈতিক তৎপরতায় কতটা জ্ঞান রাখেন আপনি ? বাংলাদেশের মতো দেশে ব্যাল্যান্স ছাড়া চলা কি আদেও সম্ভব ?
৮। আপনার নিজের অসত কর্মকান্ডকে কি দিয়ে পরিমাপ করবেন আপনি ? আপনি নির্দোষ এটা আপনি বললেতো হবে না , এটা বলবে অন্য কেউ । সেই অন্য কেউ কারা ? য়াপনিতো ফেরেস্তা না ।
৯ । আপনি বসবেন আমার সাথে কোন চ্যানেলে টক শো বা আলাপ চারিতায় ? আপনার এজেন্ডা বলবেন , আমি আপনাকে তার কাউন্টারে প্রশ্ন করবো । রাজি হলে বা ক্ষমতা থাকলে বলবেন । সাধারান আম জনতা মনে করে আমাকে অবহেলা যদি করেন, তাহলে আপনাকে স্বীকার করে নিতে হবে, আপনি মানুষের জন্য কাজ করতে চান না , নিজের আখের গোছাতে কাজ করতে চান ।

 


আপাততো এই প্রশ্নের উত্তর দিলেই চলবে । উত্তর না পেলে আপনার চিন্তা বাংলার মাটিতে আলোর মুউখ দেখবে না । এটা তারিখ ও সময় লিখে রাখুন । বাংলাদেশ অনেক ভালো আছে । আপনাআদের মতো আসামীদের নেতৃত্ব দেবার স্বপ্ন না দেখাই ভালো ।
আবারও বলছি - আমি আপনাকে ওয়ান টু ওয়ান টক শোতে আমন্ত্রণ জানাচ্ছি । সাহস থাকলে বলবেন । সামান্য আমার সাথেই যদি সাহস না করেন তাহলে যে গণ অভ্যুথানের কথা যে বলেন , এগুলা মানুষকে হাসায় ।

  • মোঃ তৈমুর মল্লিক 
  • কলামিস্ট 
  • প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক 
  • দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন 

 


 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ