• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

দেশের সকল মেগা প্রজেক্ট নিয়ে গুজব, মিথ্যাচার, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাকে সজোরে আঘাত করুণ ।

মোঃ তৈমুর মল্লিক 
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ১৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:১১ পিএম
রাজাকার, পাকিস্তান , খালেদা জিয়া , জিয়াউর রহমান , আলবদর, আল শামস , গুজব, মিথ্যাচার, মেগা প্রজেক্ট
সংগৃহীত

দেশের সকল মেগা প্রজেক্ট নিয়ে গুজব, মিথ্যাচার, বিভ্রান্তি ছড়ানোকে টার্গেট করে আবর্তিত হচ্ছে দেশি ও বিদেশি ব্যাক্তি, প্রতিষ্ঠান, নিউজ সাইট ও সরকারের সকল কর্মকান্ড । 
আগামী জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন সেটা অনেকের কষ্টের কারণ হবে সেটাই স্বাভাবিক । কারণ , এই পদ্মাসেতু নিয়ে আমরা সেই নেতিবাচক চক্রের ভবিষ্যতবাণী কি ছিলো, কে কি বলেছিলো তার সবোতাই আমরা জানি । কিন্তু তারা যা আশাকরেনি, শেখ হাসিনা সেটাই বাস্তবে রূপ দিয়ে যাচ্ছেন । যার ফলাফলে বাংলাদেশের সামগ্রিক অবস্থান কোন দিকে সেটাও আমরা দেখছি । 


আসছে জাতীয় নির্বাচন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ ভাগ মানুষ কোন বিষয় নিয়ে অর্থাৎ বিশ্ব অর্থনীতি, বৈশ্বিক রাজনীতি এসব নিয়ে ডিপলি কোন কিছুই ভাবেনা, তাদের ধারণা যা তার ভাবার কথা নয়, সেই বিষয় সঠিক জ্ঞান চর্চার কোন বিষয় নেই । 
ঠিক এই দুর্বল স্থান চিহ্নিত করেই বাংলাদেশের নেতিবাচক দল মিথ্যা, গুজব, বিভ্রান্তি ইত্যাদি ছড়িয়ে স্থান করে নেয় । ওরা নিজেরাও জানে , যা তারা বলছে সে সবই মিথ্যা ও গুজব। তারপরেও করে । কারন জাত ক্রিমিন্যালের, জাত পরিচয়হীন সন্তানদের কোন এথিক্স থাকেনা ও কোন জন্ম পরিচয় থাকেনা। 


শুরু হলো - পদ্মা ব্রিজ নিয়ে, রুপপুর হয়ে , পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের রাস্তা ধরে এখন এসে পৌছেছে স্যাটেলাইটে । 


জন্ম পরিচয়হীন বিদেশি কেনা পশুর বংশধরেরা - গাছ লাগিয়েই ফল চায় । যেমন ওদের ৮ম শ্রেনি পাশ নেত্রী সহ বিশ্বের আন্ডার গ্রাউন্ড ডন বর্তমানে রাজাকার সন্তান ফকা সহ , রাজনীতির নামে গুজব আর বিভ্রান্তি নিয়েই পড়ে আছে । অথচ রাজনীতি কেন্দ্রভূত থাকার কথা ছিলো জনগণ নিয়ে। সেই সাথে আছে ওদের পিতা মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন সহ বক্রিস্থান , আরো অনেকে , তাই গুজব বিভ্রান্তি, অসত্য বিষয় ওরা যেটাই তুলে ধরবে - আমাদের সকলের দায়িত্ব সঠিক বিষয় সামনে আনা । হয়তো তবেই কিছুটা হলেও রিকোভারি সম্ভব । 

 

মোঃ তৈমুর মল্লিক 

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ