
পৃথিবীর নিকৃষ্টতম পাপীদের একত্র করা হলে তারা বিজামাতি অপপ্রচারকারীদের দেখে নিজেদের ফেরেস্তা মনে করবে। মানুষ কিভাবে এমন মিথ্যাচার করে ভেবে পাই না। সংযুক্ত যে ইনফোগ্রাফিক্সটি দেখছেন তা তৈরি করেছে শৈশবকাল থেকে প্রতারণায় হাতেখড়ি নেয়া ও টেনেটুনে ইন্টার পাশ করা আলজাজিরার কথিত সাংবাদিক সামি। 'আই এম বাংলাদেশী' পেইজ থেকে এটি প্রচার করছে। মজার ব্যাপার হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দোহাই দেয়া তাসনিম খলিলও এই পেইজের সঙ্গে জড়িত। পুরোপুরি বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ নিয়ে এ অপপ্রচার চলছে। প্রচারিত বানোয়াট তথ্য ও প্রকৃত তথ্যের মাঝে পার্থক্যগুলো তুলে ধরছি।
১. চালের দাম বিশ্বের সর্বোচ্চ?
চালের দামে বিশ্বের ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৪তম। চালের দাম সবচেয়ে বেশি জাপানে; প্রতি কেজি ৪.০২ ডলার (প্রায় সাড়ে তিনশ টাকা)। তারপর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইরান।
চালের দামের সবচেয়ে কম এমন ৩ (৪)টি দেশের একটি বাংলাদেশ। সর্বনিম্ন দাম শ্রীলঙ্কায়, তারপর মিশর এবং তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ ও ভারতে চালের দাম সমান।
২. টাকা পাচারে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়?
ভারত দুটি সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও অর্থপাচার প্রসঙ্গে স্যাংশন স্ক্যানারে মন্তব্য করা হয়েছে: We list Afghanistan, India, and Pakistan as significant money laundering jurisdictions.
অর্থাৎ দক্ষিণ এশিয়ায় নেপাল ও বাংলাদেশের অবস্থান সবচেয়ে সন্তোষজনক।
৩. প্রাতিষ্ঠানিক শিক্ষার মানে এশিয়ায় সর্বনিম্ন?
সর্বনিম্ন শিক্ষার মানের তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র পাকিস্তানের নাম রয়েছে
ইউনেস্কোর এডুকেশন ইনডেক্সে বাংলাদেশে পাঁচ বছরে শিক্ষার উন্নয়ন হয়েছে ক্রমবর্ধমান হারে : 0.479 > 0.496 > 0.513 > 0.524 > 0.529
৪. ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধির হারে বিশ্বে প্রথম?
ধনী-দরিদ্র বৈষম্য রয়েছে এমন ১০টি দেশের তালিকায়ও বাংলাদেশের নাম নেই। এ সূচকে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার স্কোর ৩৯.৩, ভুটান ৩৭.৪, ভারত ৩৫.৭, নেপাল ৩২.৮ এবং বাংলাদেশ ৩২.৪।
'পাকিস্তানের ধন নেই' তাই ধনী দরিদ্রের বৈষম্য গুরুত্বপূর্ণ নয়। ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধির হারে বিশ্বে প্রথম হওয়া দূরের কথা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
৫. ধীরগতির ইন্টারনেট স্পীডে বিশ্বে তৃতীয়?
কারো বিবেক বলে কিছু থাকলে এমন অপপ্রচার করতে পারে?
সরকারের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার বা অপপ্রচার করুক এতে কিছু যায় আসে না। কিন্তু সামিকে প্রায়ই দেখি বঙ্গবন্ধুকে নিয়ে ট্রল করে। নিজে পলাতক থেকেও বঙ্গবন্ধুর কারাবরণ নিয়ে প্রশ্ন তোলে। যাকে তার পিতাই পুত্র হিসেবে স্বীকৃতি দেয় নি, ঘোষণা দিয়ে ত্যাজ্য করেছে, তার কাছে জাতির পিতার মূল্য থাকার কথা নয়।
সূত্র:
https://worldpopulationreview.com/.../education-rankings...
https://hdr.undp.org/en/indicators/103706
https://sanctionscanner.com/.../major-money-laundering...
https://worldpopulationreview.com/.../wealth-inequality...
https://worldpopulationreview.com/.../wealth-inequality...
https://worldpopulationreview.com/.../internet-speeds-by...
Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: