• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

দোস্ত আমার বেজায় ছাত্রদল - বাতসে তাই নড়ে ধর্মের বাহারী কল

ষ্টাফ রিপর্টার
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৮ পিএম
নাট-বল্টু খুলে টিকটক , পদ্মা সেতু , ছাত্রদল , বিএন পি
ফাইল ছবি

পদ্মা সেতু‌তে নাট-বল্টু খু‌লে টিকটক করে পুলিশের হা‌তে গ্রেফতার হওয়া বাইজিদ এক সময় পটুয়াখালী জেলা ছাত্রদ‌লের কর্মী ছিলেন। এমন তথ্য দিয়েছে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন। তবে বাইজিদ এখন পরিবারের সাথে ঢাকায় থাকে বলে জানা যায় । 

তি‌নি জানান, বাইজিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যখন বিপ্লব গাজী ছাত্রদ‌লের সভাপতি ছিলেন। তবে সে অনেকদিন ধরে এলাকায় নেই। এখন ঢাকায় রাজনীতি ক‌রে কিনা তা জানি না। ব্যক্তির অন্যায় অপরাধ দল কখনই দায় নি‌বে না।

জেলা স্বেচ্ছা‌সেবকদ‌লের একা‌ধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়‌টি নিশ্চিত ক‌রে জানান, জেলা ছাত্রদ‌লের সা‌বেক সভাপতি বিপ্লব গাজীর অনুসারী ছিলেন বাইজিদ। ত‌বে কোনো পদপদ‌বি‌তে ছিল না।

উক্ত বিষয়টিকে অস্বীকার ক‌রে বিপ্লবগাজী ব‌লেন, বাইজিদ কখনই ছাত্রদল ক‌রে‌নি, সে ঢাকায় ছাত্রলীগ ক‌রে। আপনারা খোঁজ নি‌য়ে দেখেন।

অপরদিকে বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান মুক্তা জানান, বাইজিদের পরিবার বিএন‌পির সাথে জড়িত এটা সবাই জানে। কিন্তু বাইজিদ কি কর‌তো সেটা জানি না। তাছাড়া এলাকায় থা‌কে না।

ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না‌সির উ‌দ্দিন খান জানান, ওর বাড়ির লোকজন যেহেতু বিএন‌পির সাথে জড়িত সেহেতু তার ছাত্রদল করাটা স্বাভাবিক।

বাইজিদের চাচা ফোরকান মৃধা জানান, বাইজিদ কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। মেট্রিক পাশ ক‌রেই ঢাকায় গেছে। সম্পর্কে বাইজিদ স্বেচ্ছা‌সেবকদ‌ল নেতা মোহ‌নের চাচাত ভাই।

 

জেবি/পদ্মা সেতু

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ