• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

নতুন সময়সূচি ঘোষণা ১২ ঘন্টা চলবে মেট্রোরেল, বন্ধ শুক্রবার

সংবাদদাতা হাবিব
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম
নতুন সময়সূচি,  মেট্রোরেল, বাংলাদেশ

 

নতুন সময়সূচি  ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড   ( ডিএমটিসিএল) আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে।

 
 ১৮ মে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল। এতে বলা হয়, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায় ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে।


 
মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে।


 এছাড়া বেলা ১১টা ১ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত অফ পিক আওয়ার বিবেচনায় ১৫ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। এতে বলা হয়, ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

 

 ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করব। জনগণের চাহিদা বিবেচনায় নতুন সময়সূচিতে চলব।

 

এখন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলছে। বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ  মঙ্গলবার।

Daily J.B 24 / নিজস্ব প্রতিনিধি

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ