
মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশ জয়ের অবস্থানে আছে সেটা বলাই যায়। নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারী । তারা ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭ রানে এগিয়ে আছে।
উইকেটে স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে শুধু রস টেলর আছেন। তিনিও ক্রিজে খুব একটা নিরাপদ আছেন সেটা তার শারিরক ভাষায় ফুটে উঠেছে। তাঁর সাথী হিসাবে আছেন রাচিন রবীন্দ্র। এই জুটি ভাঙলেই নিউজিল্যান্ডের নিচের শারির ব্যাটসম্যানেরা নামবেন উইকেটে।
এর পূর্বে ৩২ ম্যাচে বাংলাদেশ কখনও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি । নিউজিল্যান্ডের মাটিতে নয়, এমনকি নিজেদের মাঠেও নয় । আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের আশা নিয়ে নামবে বাংলাদেশ।
পাঠক এই বিষয়ে আপনারা কি ভাবছেন ?কাল কি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারবে?
Daily J.B 24 / অন লাইন নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: