
নির্বাচন কমিশন বিএনপিকে সংলাপ এর জন্য নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
২৮ মার্চ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
সিইসি চিঠির বিষয় বলেন , 'আমরা একটি অনানুষ্ঠানিক পত্র দিয়ে বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছিলাম; আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন—এভাবে একটি চিঠি দিয়েছিলাম।'
আলোচনার বিষয় জানতে চাইলে সিইসি বলেন, বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে । যদি তারা আসে সেই সময় আলোচনার মধ্য দিয়ে ফুটে উঠবে; উনারা কী বললেন, আমরা কী বলবো। এই বিষয়ে আগাম কোনো বক্তব্য, আগাম কোনো ধারণা দিতে পারছি না।'
তিনি আরো বলেন : আমারা বিএনপিকে সংলাপে আহ্বান করি নাই। সংলাপ বিষয়টা কিন্তু আনুষ্ঠানিক। আমরা কোনোভাবেই উনাদের সংলাপে আমন্ত্রণ জানাইনি। আমরা সুস্পষ্টভাবে বলেছি, আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারে ।
সিইসি বলেন, বৃহস্পতিবার শেষ বেলায় চিঠিটা দেওয়া হয়েছে । বিভিন্ন বক্তব্য থেকে মনে হচ্ছে উনারা চিঠিটা পেয়েছেন আমার মনে হয় ।আমি ধরে নিচ্ছি চিঠিটা উনারা পেয়েছেন ।
পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'অনেকে বলতে চেয়েছেন এটা সরকারের কূটকৌশল। আমি জাতিকে অবহিত করতে চাই, এই পত্রের সঙ্গে সরকারের কোনো রকম সংশ্রব নাই বা ছিল না। যদি কেউ এটাকে কূটকৌশল মনে করতে চান, তাহলে এটা নির্বাচন কমিশনের কূটকৌশল হতে পারে-সরকারের কূটকৌশল এটা নয়। আর নির্বাচন কমিশন কখনোই কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি। আপনারা অবহিত আছেন, নির্বাচন কমিশন; আমরা একেবারে প্রথম থেকেই অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি।'
তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে আলোচনা করতে চাই । আলোচনার ফল ইতিবাচক আসতে পারে না-ও আসতে পারে । প্রয়াস গ্রহন করতে তো কোন বাদা থাকা উচিত নয় ।
বিএনপি নেতারা বলেছেন নির্বাচনকালীন সরকার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হলে বিএনপি ইসির সঙ্গে কথা বলবে, আপনারা সেটা সমাধানের দায়িত্ব নিচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা কোনো চিঠি পাইনি। যেহেতু আমি চিঠি দিয়েছি, যে কোনো রেসপন্স আমাকে চিঠির মাধ্যমেই পেতে হবে। গণমাধ্যমে অনেকের বক্তব্য শুনেছি সেই কারণে আমি বললাম, অনেকে এই ধরনের বক্তব্য দিয়েছেন। যেহেতু আমরা বিএনপি মহাসচিবকে চিঠি দিয়েছি, তাদের বক্তব্য চিঠির মাধ্যমে আসা কাঙ্ক্ষিত। এরপর আমরা আমাদের সিদ্ধান্ত নেব।
জাতীয় নির্বাচন জেবি ২০২৩/২৪
Daily J.B 24 / জেবি নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: