• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

নেতৃত্বের কারিশিমাতেই জনগণ হাসে , আবার কাঁদেও

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:২১ পিএম
নেতৃত্বের কারিশিমা , শেখ হাসিনা , খালেদা জিয়া , বিএনপি , আওয়ামীলীগ , মিয়ানমার , পাইপলাইন , গ্যাস
ফাইল ছবি

 

নেতৃত্ব যদি ভুল করে, খেসারত'টা জনগনকে'ই দিতে হয় "বঙ্গবন্ধুকন্যা"

“বাংলাদেশের উপর দিয়ে পাইপ লাইন করে মিয়ানমার থেকে গ্যাস নিতে চেয়েছিল ভারত। কিন্তু খালেদা জিয়ার সরকার পাইপ লাইন করে ঐ গ্যাসটা নিতে দেয়নি। সেখানে যদি আমি থাকতাম আামি পাইপ লাইনে  গ্যাস নিতে তো দিতামই,  আমি আমার ভাগটাও রেখে দিতাম। বলতাম, আমাকে দিয়ে তারপর নিতে হবে আমি সেখান থেকে ওই পাইপ লাইনেই মিয়ানমার থেকে আজকে গ্যাস আনতে পারতাম। আর সেই গ্যাস যদি আমি আনতে পারতাম, সেটা যদি দেশের অর্থনৈতিক কাজে লাগাতে পারতাম আমাকে হয়ত আজকে এলএনজি আমদানি এখন না করলেও চলত।


অথচ, এই গ্যাসটা পুরোটা কিন্তু এখন চীন কিনে নিচ্ছে, তারা পাইপ লাইন করেই নিয়েছে, আর কারও কিন্তু নেওয়ার কোন উপায় নাই। 


এই যে দেশের কতগুলি বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে নেতৃত্ব যদি ভুল করে বা সরকার যদি ভুল করে তার খেশারত জনগণকেই দিতে হয়।"

 


প্রকাশঃ৮ই জুলাই ২০১৯ ইং
    "জয়বাংলা    জয়বঙ্গবন্ধু"

 

Ruhul Amin Mojumdar ভাইয়ের ওয়াল থেকে 

 

 

Daily J.B 24 / সোশ্যাল মিডিয়া সংবাদ

সোসাল মিডিয়া বিভাগের জনপ্রিয় সংবাদ