• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পতাকা বিহীন গাড়িতে মার্কিন রাষ্ট্রদূত -ছিলেন বেশ মনোযোগী।

নিজস্ব প্রতিনিধি
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৩ এএম
মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রদূত, পিটার ডি হাস, প্রটোকল

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দাওয়াতে অংশ নিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সহ অন্যান্য রাষ্ট্রদূত, হাইকমিশনার, এম্বাসেডর । 

বিশেষ নিরাপত্তা সুবিধা তথা স্থায়ী পুলিশি এসকর্ট আচমকা প্রত্যাহারের পর এই প্রথম তারা পররাষ্ট্র মন্ত্রনালয়ের আমন্ত্রনে উপস্থিত হলেন। 

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আমন্ত্রণে কুটনৈতিক ব্রিফিংয়ে অংশ নেন তারা। 

অন্য সহকর্মীদের মতো যথাসময়েই মার্কিন দূত অনুষ্ঠানস্থলে উপস্থিত হন মার্কিন রাষ্ট্রদূত।  রাষ্ট্রদূত, হাইকমিশনার অ্যাম্বাসেডরস কারে নিজ নিজ দেশের পতাকা উড়িয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসেন পতাকাহীন গাড়িতে। গাড়ির সামনে বা পেছনে ছিল না পুলিশ প্রটোকল।  তবে রাষ্ট্রদূতকে বহনকারী গাড়ির সামনের সিটে ছিলেন কেবলমাত্র তার গানম্যান। 

দায়িত্বশীল কূটনৈতিক সূত্র মোতাবেক জানা যায়, পিটার হাস ক্লোজ ডোর ওই ব্রিফিংয়ের সম্পূর্ণ সময় উপস্থিত ছিলেন, সেই সাথে ছিলেন বেশ মনোযোগী। 

গত ১৪ই মে থেকে ওই ৪ দেশের রাষ্ট্রদূতসহ কোনো কূটনীতিকই স্থায়ী বা অস্থায়ী পুলিশ এসকর্ট সুবিধা পাচ্ছেন না। সরকারি এমন এক সিদ্ধান্তে দূতদের বিশেষ ওই এসকর্ট সুবিধা তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। 

রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা প্রত্যাহারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সেদিন বলেছিলেন কেবল এসকর্ট প্রত্যাহারই নয়, রাষ্ট্রদূতদের গাড়িতে ফ্লাগ উড়ানোও বন্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ