
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে ।
পুলিশের ১২/১৩ জন সদস্য আহতের খবর পাওয়া গেছে। জানা যায় বিএনপি নেতাকর্মীরা বাসে অগুন দেয় এবং বাসে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ বক্সেও তারা ভাঙচুর চালায়। ঘটনার সময় বিএনপির অন্তত ১০ নেতাকমীকে আটক করেছে পুলিশ। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে বিএনপির কেন্দ্র মারফত পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে এবং বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দেয়।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন জানান, সামনের সারিতে যে সকল নেতা-কর্মীরা ছিলেন তারা খুব ভালো আচরণ করেছেন।
তিনি বলেন, পদযাত্রা শেষের সারি থেকে কিছু ছেলে পুলিশের উপর চড়াও হয়। তারা ইট-পাটকেল মারে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এর মধ্যেই তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেও পুরোপুরি জ্বালিয়ে দিতে ব্যর্থ হয়।
পরে বাসের গ্লাস ভেঙেছে। এই সংঘর্ষে আমাদের ১২/১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: