
পদ্মা সেতুতে মটরসাইকেল ব্যাবহারের তান্ডবলীলা আমরা দেখেছি । নিয়ম যেন তাসের ঘরের মতো উড়ে যায়, যখন কেউ মটর সাইকেল চালানোর জন্য ড্রাইভিং সিটে বসে। একাধারে এটি সড়ক যোগাযোগ ব্যাবস্থায় যারপরনাই মৃত্যুদুত হিসাবে চলাচল করছে । আর তাই পদ্মা সেতুর পরে এবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার কথা ভাবছে সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি)।
আজ (২৯ জুন) একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন বলেন, আমরা ইতোমধ্যেই (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার প্রস্তাব পাঠিয়েছি। তবে সার্ভিস লেনগুলোতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এর আগে ২৬ জুন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২৭ জুন ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে।
জেবি/জাতীয়
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: