• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু উদ্বোধন নিয়ে জামায়াতের আমীরের উচ্ছ্বসিত ফেসবুক পোস্ট

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩৩ পিএম
পদ্মা সেতু উদ্বোধন , জামায়াতের আমীর ,  ফেসবুক পোস্ট
সংগৃহীত

পদ্মা সেতু নিয়ে জামায়াতের আমীরের উচ্ছ্বসিত ফেসবুক পোষ্ট,নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকলেও পদ্মা সেতু নিয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৫ জুন শনিবার
পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী জোটের অনেকেই সমালোচনা করলেও জামায়াত ইসলামী সরকারের প্রশংসা করেছেন। দলটির আমির ডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্ট দেন। তার এই পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে, নাগরিকের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, সরকারের কারণেই জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও কেন এমন পোস্ট। আবার কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের সাথে দলটির চরম বিরোধ এবং সাংঘর্ষিক অবস্থা থাকলেও পদ্মা সেতু নিয়ে জামায়াত আমির বেশ সুন্দর লিখেছেন। রাজনৈতিক মতভেদ, বিরোধীতা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের অনিয়ম ও ভুল শাসনের সমালোচনা করার পাশাপাশি ভাল কাজের কিছু প্রশংসা করলে কিন্তু মর্যাদা নষ্ট হয় না। একটা সরকারতো আর সবই খারাপ করে না। কিছু ভাল কাজও করে।


জামাতের আমীরের পোস্টটি হুবহু পাঠকের জন্য তুলে ধরা হলো,

যুগ-যুগ ধরে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণ রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে যাতায়াত ও যোগাযোগে সীমাহীন কষ্ট স্বীকার করে আসছিলেন। এমনকি মাঝে-মধ্যে ঢাকার উদ্দেশ্যে জরুরী চিকিৎসা নিতে আসা লোকদের কারো কারো মৃত্যু ফেরীঘাটেই হয়েছে। চিন্তা করলে যা খুবই হৃদয় বিদারক। আজ তাদের সে কষ্টের অনেকখানিই অবসান হলো। মহান রবের দরবারে এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেতু নির্মাণে যার যেখানে যতটুকু অবদান কিংবা ভালো-মন্দ, তার বিচারের ভার জনগণের ওপর। পৃথিবীতে যা কিছুই কল্যাণকর হয়, তার জন্য মহান প্রভুর শুকরিয়া আদায় করাই হচ্ছে মানুষের দায়িত্ব। আর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞচিত্ত মানুষ বিনয়ী হয়। বিনয় হলো- ভালো মানুষের পোশাক। মহান আল্লাহ্‌র দরবারে দো’য়া করি- জনগণের ভ্যাট, ট্যাক্সের অর্থ এবং উন্নয়ন সহযোগীদের আর্থিক ও কারিগরি অংশগ্রহণে যে সেতু তৈরি হলো, তা জনগণের কল্যাণে নিবেদিত হোক।  কর্তৃপক্ষের প্রতি আহবান, যানবাহনে উচ্চ হারের টোল যেন তাদের পুনর্বিবেচনায় স্থান পায়।

 

জেবি/সোশ্যাল মিডিয়া 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সোসাল মিডিয়া বিভাগের জনপ্রিয় সংবাদ