• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু থেকে তৃতীয় দিনে টোল আদায়ের পরিমান

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৪০ পিএম
পদ্মাসেতু , টোল প্লাজা , টোল প্রদান ও গ্রহন
ফাইল ছবি

পদ্মাসেতু উম্মুক্ত করে দেয়া হয়েছে ৩ দিন আগেই । যান চলাচলের তৃতীয় দিনে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১শ’ টাকা। ৩য় দিনে সেতু পাড়ি দিয়েছে ১৪ হাজার ৪৯৩টি গাড়ি।

বুধবার (২৯ জুন) পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, এদিন জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ৭ হাজার ২৭৬টি গাড়ি। যা থেকে টোল আদায় হয়েছে ৯৭ লাখ ৯১ হাজার ৩শ’ টাকা। এ ছাড়া মাওয়া প্রান্তে ৭ হাজার ২১৭টি গাড়ি থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৮শ’ টাকা টোল আদায় হয়েছে।

শনিবার (২৫ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার সকাল থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। উদ্বোধনের প্রথম দিন দুই প্রান্ত থেকে যান পারাপার হয়েছে ৬১ হাজার ৮৩১টি এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

 

জেবি/জাতিয় 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ