• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

পরিকল্পিত ছক- বিএনপির রাজনীতির নক্সা পরিবর্তন

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২০ পিএম
ময়মনসিংহ, বিএনপির জনসভা, চক্রান্ত, নক্সা পরিবর্তন

 

ময়মনসিংহ বিএনপির জনসভায় ফেস্টুনে তাদের রাজনৈতিক নেতাদের ছবির চেয়ে ২১শে আগষ্টের গ্রেনেড হামলার মাষ্টার প্লানের অংশিদার কুখ্যাত বাবরের ছবি দৃশ্যমান ছিলো সবচেয়ে বেশি । আন্তত আমার সেটাই মনে হয়েছে । চারদিক থেকে কুখ্যাত বাবরের ফেস্টুন হাতে নিয়ে যারা সভায় আসলো তাদের এই প্লানের কাউন্টার করার মতো কোন প্লান আওয়ামীলীগে রেডি আছে কি ? নাকি আগামী সম্মেলনে কে কোন পদ নেবে বা পাবে সেটা নিয়ে ভাগ বাটোয়ার করতে ব্যাস্ত । 

এই মুহুর্তে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কি করছেন জানিনা , তবে মনে হচ্ছে বিএনপির আন্দোলনের পরিবর্তিত নক্সার মাস্টার প্লানকে চ্যালেঞ্জ করার মতো তার হাতে দলীয় কোন কিছুই নেই, কোন পরিকল্পিত ছক তার হাতে নেই । তিনি যে সব প্লান করেছিলেন, সেগুলো গতানুতিক রাস্তায় বিএনপিকে থামানোর প্লান । 

কিন্তু জনসভায় কুখ্যাত বাবরের অনুপ্রবেশ নিয়ে তার কোন ধারনাই ছিল না , অন্তত আমার সেটা মনে হয় । তাই দলীয় ভাবে আওয়ামীলীগ বিএনপিকে শূণ্যতে নিয়ে তর্কের উপাদেয়, মাঝে মধ্যে দুই একটি অন্তসার বিবৃতি আওয়ামীলীগকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা হয়তো কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে । 

 

বলাচলে দলীয় ভাবে আওয়ামীলীগ রয়েছে এখন পদ বন্টনে ব্যাস্ত । সারাদেশে তাদের কমিটি আপাত দৃষ্টিতে বিএনপিকে প্রতিরোধ করার মতো ক্ষমতা রাখে কি না সেটা প্রশ্ন সাপেক্ষ । 

বিএনপি মোক্ষম সময় বেছে নিয়েছে , অন্তত সাধারণ সম্পাদককে সেটা বোঝা উচিৎ ছিলো । কারণ আগামী সম্মেলনে পদ ভাগাভাগি নিয়ে আওয়ামীলীগ দ্বিধা বিভক্ত থাকবে , একে অন্যের প্রতিপক্ষ হবে, নিজেদের মধ্যে হবে ভুল বোঝাবুঝি - আর সেটা নিশ্চিত করতে বিএনপি ও তার মিত্ররা নিশ্চিত ভিতরে ভিতরে কাজ করছে । 

 

এই মুহুর্তে আওয়ামীলীগ শক্তি কিছুটা হলেও হারিয়ে ফেলবে এটাই স্বাভাবিক । ঠিক সেই সময়ে সারাদেশে বিএনপির সভা সমাবেশ বিভিন্ন ছকে পরিকল্পিত ভাবে কাজ করবে সেটা বলার অপেক্ষা রাখেনা । আর তাই , খালেদা জিয়া, তারেক, ফকরুলদের ছবি ছোট থেকে ছোট হয়ে কুখ্যাত বাবরের ছবি অনেক বড় হয়ে দেখা দিয়েছে। 

শুধু যদি বাবরকে কনসিডার করি, তাহলেও ভুল হবে । প্লানের ভিন্নতা অথচ পরিকল্পিত ভাবে তারা আরো অনেক প্লান সাজিয়ে রেখেছে । ভুলে গেলে চলবে না , তারা নিজেদের মেধায় কিছুই করছে না, আন্তর্জাতিক ভাবে অনেক মেধা বছরের পর বছর ধরে কাজ করছে । 

 

আমি এটুকু বলতে পারি - ২১শে আগষ্টের গ্রেনেড হামলার দন্ডপ্রাপ্ত আসামীদের বাঁচাতে বিএনপি একদিকে কাজ করছে, অন্যদিকে একই জোয়ারে তারা #শেখ_হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে কাজ করছে । অথচ দলীয় ভাবে এই মুহুর্তে দরকার ছিলো বিচক্ষন একজন সাধারণ সম্পাদক, যিনি সারা দেশে তার দলকে এক কাতারে এনে বিএনপিকে প্রতিহত করবে । এই মুহুর্তে যদি আর একটা শাপলা চত্বরের প্লান এগিয়ে আসে, আছে কি সাধারণ সম্পাদক সাহেবের সেই দক্ষতা ও ক্ষমতা যা দিয়ে আওয়ামীলীগ, বাংলাদেশ ও শেখ হাসিনাকে নিরাপদ করবে ? 

 

আমার ধারণা তেমন প্রস্তুতি নেই । হয়তো শেষ ভরসা প্রশাসনকে ব্যাবহার করা । কিন্তু সেখানেও কোন ব্লাক হোল আছে কিনা সেটা জানিনা । 

 

আর কি হাতে সময় আছে ? সাধারণ সম্পাদক নেট প্রাক্টিস না করে, প্রাকটিস না করে স্টেজে দেখিয়ে দেবেন এমন চিন্তায় বিভোর ? যদি তাই হয় তাহলে , একজন দৌড়বিদকে ১০ সেকেন্ডের একটি জয়ের জন্য সারা বছর প্রাক্টিস করতে হত না । সব মিথ্যা হয়ে যেতো । 

 

মোঃ তৈমুর মল্লিক 

কলামিস্ট 

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ