• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পশ্চিমা বিশ্বে সংকটময় পরিস্থিতিতে মতপ্রকাশের স্বাধীনতা - সালমান রুশদি

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১২ এএম
বুকার জয়ী,  ঔপন্যাসিক ,  সালমান রুশদি , পশ্চিমা বিশ্ব , মতপ্রকাশের স্বাধীনতা
বুকার জয়ী ঔপন্যাসিক সালমান রুশদি

 

পশ্চিমা বিশ্বে সংকটময় পরিস্থিতিতে রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা। মন্তব্য করেছেন বুকার জয়ী ঔপন্যাসিক সালমান রুশদি। 

 

সোমবার প্রকাশ্যে বক্তব্য রাখেন তিনি। মঞ্চে ছুরিকাঘাত ও গুরুতর আহত হওয়ার নয় মাস পরে তিনি প্রকাশ্যে এমন মন্তব্য করলেন । 

তিনি সতর্ক করে বলেন, পশ্চিমে মত প্রকাশের স্বাধীনতা তার জীবদ্দশায় সবচেয়ে গুরুতর হুমকির মধ্যে রয়েছে।  তিনি বাক স্বাধীনতা নিশ্চিতে আরো কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন । সোমবার ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডে রুশদিকে ফ্রিডম টু পাবলিশ পুরস্কারে ভুষিত করা হয়।

২০২২ সালের ১২ই আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার আগে ছুরি হামলার শিকার হন ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সালমান রুশদি। ঐ হামলায় একটি চোখ হারান তিনি।

রুশদিকে (৭৫) আক্রমণের আগে থেকে পাতলা দেখাচ্ছিল। তিনি একটি টিন্টেড লেন্সের চশমা পরেছিলেন। আগস্ট মাসে নিউইয়র্ক রাজ্যে একটি সাহিত্য উৎসবে আক্রমণের ফলে তার ডান চোখ বন্ধ হয়ে যায় এবং তার হাতের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।

তার কথিত হামলাকারি হাদি মাতার হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ইরানের গ্র্যান্ড আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ১৯৮৯ সালে “দ্য স্যাটানিক ভার্সেস” উপন্যাসের কথিত ব্লাসফেমির জন্য তাকে হত্যার ফতোয়া বা আদেশ জারি করার পর রুশদি বহু বছর পুলিশি সুরক্ষায় ছিলেন।

 

 

Daily J.B 24 / আন্তর্জাতিক নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ