
জুয়েল মাতুব্বর (২৬) নামে এক যুবক নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে।
পানগুছি নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করে শনিবার বেলা একটার দিকে।
জুয়েলের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মোরেলগঞ্জ থানা পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে ।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনীভাঙ্গা গ্রামের আলকাজ মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর গতকাল শুক্রবার একটি ড্রেজার থেকে বালু আনলোডের জন্য পাইপ বসানোর কাজে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলো।
মৃতের স্ত্রী ও ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, সে কি কারণে নদীতে ডুবে নিখোঁজ হয়েছিল তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। খতিয়ে দেখা হবে। নিয়মানুযায়ী আপাততঃ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন থানায় প্রাপ্তির পরে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তখন পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: