• ঢাকা
  • রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

পাবলিক টয়লেটের জায়গা দখল করে রাতারাতি ঘর করেছে প্রভাবশালী মহল

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ০২ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২৩ এএম
জায়গা দখল, পাবলিক টয়লেট , বাগেরহাট , খুলনা

মোড়েলগঞ্জের পল্লীমঙ্গল এলাকায় পাবলিক গণশৌচাগার বন্ধ করে পানিউন্নয়ন বোর্ডের (ওয়াবদা) ভেরিবাঁধের জমি দখল করে রাতারাতি দোকান ঘর নির্মাণ করেছে একটি প্রভাবশালী মহল।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি।

সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৩৫/১ পোল্ডারের আওতাধিন সন্ন্যাসী হয়ে শরণখোলা পর্যন্ত ওয়াবদা ভেরিবাঁধের আওতায় পল্লীমঙ্গল এলাকায় জমি দখল করে রাতারাতি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন জনৈক মো. দেলোয়ার মুন্সী নামের এক প্রভাবশালী। 

দোকান ঘরটির পিছনে এখনও বহাল রয়েছে দীর্ঘদিনের পাবলিক টয়লেট  (গণশৌচাগার)।

ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের সহযোগিতায় বাজার উন্নয়নে পথচারিদের জন্য এ পাবলিক গণশৌচাগার ৮/১০ বছর পূর্বে নির্মিত হয়।

 
হঠাৎ করে টয়লেটটি বন্ধ করে জমি দখলে নেয় স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার মুন্সী। স্থানীয়দের প্রশ্ন, ওয়াবদার জমি ও জনগুরুত্বপূর্ণ গণশৌচাগার বন্ধ করে কিভাবে রাতারাতি দোকানঘর তুললো??

এ ব্যাপারে এলাকায় রিতীমত চাঞ্চল্যকর মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে--

 


 

Daily J.B 24 / বাগেরহাট/মোড়েলগঞ্জ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ