• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে বৃদ্ধকে নির্যাতন - গ্রেপ্তার দুই

অনলাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৯ পিএম
বৃদ্ধ নির্যাতন , মসজিদ নির্মান , পূর্ব শত্রুতা , নোয়াখালী , সুবর্ণচর
ফাইল ছবি

পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার রাত আনুমানিক  ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের  পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে বৃদ্ধকে (৬৮)  নির্যাতন করা হয়। সেই প্রেক্ষিতে রোববার (৩ জুলাই) দিবাগত রাতে বৃদ্ধের ছেলে বাদি হয়ে আটজনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। 

এই ঘটনায় সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বৈশাখী গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল গনি (৫৫)। তিনি উপজেলার চর বৈশাখী গ্রামের বাসিন্দা।


নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বলেন, একই দিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে প্রধান আসামি আবুল হোসেন শাহনেওয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার প্রধান আসামিকে সোমবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে আজ নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। 

উল্লেখ্য,  ভুক্তভোগীর পরিবারের দাবি করে বলে- চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইশারায় ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজ ও তার লোকজন ওই বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে পাশবিক নির্যাতন করে। 


ভুক্তভোগীর পরিবার জানায় - একটি মসজিদ নির্মানকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে উক্ত ঘটনা ঘটানো হয়েছে । 


শুক্রবার রাতে ঘটনার পর শনিবার ওই বৃদ্ধকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রোববার সকালে হাসপাতালের জেনারেল সার্জন ডা. ফজলুর রহমান মানিকের নেতৃত্বে বৃদ্ধের শরীরে অস্ত্রোপচার করে টর্চলাইটি বের করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

 

 

 

Daily J.B 24 / অপরাধ নোয়াখালী

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ