• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ভূমিতে নয়, টম ক্রুজের সিনেমার শুটিং হবে মহাকাশে

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:১৮ এএম
টম ক্রুজ , মহাকাশে শুটিং , বিনোদন

 

এবার পৃথিবীর ভূখণ্ড ছেড়ে মহাকাশে গিয়ে শুটিং করবেন হলিউডের অ্যাকশন হিরো টম ক্রুজ 


এইতো কিছুদিন আগে কোনো স্টান্ট ছাড়া প্লেন ধরে খোলা আকাশে ঝুলে থেকে চমকে দিয়েছিলেন এ নায়ক। 

এনওয়াই পোস্টের রিপোর্টে জানা গেছে, নির্মাতা ডগ লিমানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি ছবিতে অভিনয় করবেন টম ক্রুজ। এই ছবির শুটিং হবে মহাকাশে। সেখানে স্পেস স্টেশনে থাকবেন তিনি। সব ঠিক থাকলে রকেটে চড়ে মহাকাশে শুটিং করতে যাবেন টম ক্রুজ। এই বিষয়ে অভিনেতা ও নির্মাতা ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গে কথাও বলেছেন তিনি।

আর সব ধরনের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করবেন। ধারণা করা হচ্ছে অন্য রকম এক রেকর্ড গড়তে চলেছেন ৬০ বছর বয়সী এ সুপারস্টার।

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ