
জন্ম নিবন্ধনে প্রচুর ভুল করেছিলো পূর্ব মেয়াদে চেয়ারম্যানদের অশিক্ষিত দোসররা,বর্তমানে ভুল সারতে হিমশিম খাচ্ছে সাধারণ নাগরিকরা ।
সরেজমিনে তদন্ত করে দেখা যায় দেশের প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন ভুল সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও পাচ্ছেন না কোন সমাধান। ভুক্তভোগীরা দারুন অসন্তোষ প্রকাশ করলেও নেই কোন ভ্রুক্ষেপ চেয়ারম্যান সাহেবদের মনোনীত করনিক ও কম্পিউটার অপারেটরদের।
প্রায় সব ভুক্তভোগীদের অভিযোগ নামের সাথে পিতা মাতার নামের কোন সাদৃশ্য নেই,এমনকি একজনের নামের জন্ম নিবন্ধন আরেকজনের নামে করে রাখা হয়েছে।
এক্ষেত্রে যখন ভুক্তভোগীরা জানতে চায় তাদের করনীয় কি? কম্পিউটার অপারেটররা তখন জানায় আগের সেই জন্ম নিবন্ধন কাগজটি নিয়ে আসেন। ভুক্তভোগীদের প্রশ্ন তারা যেখানে জানেইনা তাদের জন্ম নিবন্ধন কার্ড কে কোন নামে করে কোথায় সেই কাজ রেখেছে তা তারা কিভাবে জানবে?
এসব বিষয়ে Joybangla24.live মোরেলগঞ্জ উপজেলার কয়েকজন চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তারাও বিনয়ের সাথে জবাব দিতে এড়িয়ে যান।
Joybangla24.live সরজমিনে নিবিড় পর্যবেক্ষণে জানতে পারে দেশ যখন ডিজিটালের আওতায় প্রথম দিকে আসছিলো তখন চেয়ারম্যানগণ গড়পরতা কম জানা কম্পিউটার অপারেটরদের কম টাকা পারিশ্রমিকের বিনিময়ে তাড়াহুড়ো করে কাজ করানোয় এই তথ্য বিভ্রাট গুলোর সৃষ্টি হয়েছে। যা এখন ভুক্তবোগীদের যারপরনাই ভোগাচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না করলে ক্রমেই জনসাধারণের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। একসময় তা বিস্ফোরন ঘটলে স্থানীয় প্রশাসনের জন্য সামাল দেয়া কঠিন হবে।
জনসাধারণের দাবী দ্রুত বিশেষজ্ঞ কম্পিউটার অপারেটর নিয়োগ করে যেন এই সমস্যার সমাধান করা হয়।
বিষয়টি স্থানীয় ইউএনও ও থানার ওসি সাহেবদের গোচরীভূত করা হলেও তাদের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহন করতে দেখা যায়নি ।
জেবি/এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: