
পবিত্র মাহে রমজান উপলক্ষে কলাবাগান থানা ছাত্রলীগ প্রতিদিন পান্থপথে একশো দুস্ত ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে।
কলাবাগান থানা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক এইচ আই হামজা জানান,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশে কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান শিমুলের নেতৃত্বে চলছে মাসব্যাপী এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি। এতে উপস্থিত থাকছেন কলাবাগান থানা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিদিন বিকাল পাঁচটা থেকে শুরু হয়ে চলে ইফতারের পূর্ব মুহুর্ত। সবাইকে ইফতার দিয়ে তবেই অনান্য নেতাদের নিয়ে একসাথে ইফতার করতে বসে কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান শিমুল।
ইফতার সামগ্রীর মাঝে থাকে ছোলা,পেয়াজু,চপ,বেগুনি,খেজুর,মুড়ি ও পানির বোতল। সমাজের খেটে খাওয়া অসহায় ও দুস্ত মানুষের মাঝে নিঃসন্দেহে এটি একটি মানবিক উদ্যোগ। রিক্সাওয়ালা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন বাড়ির দারোয়ান, ফুটপাতের ছোট ছোট দোকানী ও চলন্ত পথিকও এখান থেকে ইফতার সামগ্রী নিয়ে যায় বলে জানা যায়। ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান শিমুল জানান এই কলাবাগান থানার আওতাধীন হতদরিদ্র মানুষগুলোর চাহিদা পূরণ করার প্রচেষ্টায় সদা জাগ্রত কলাবাগান থানা ছাত্রলীগ পরিবার।
এর আগেও করোনা লকডাউনের সময় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রকারের ত্রাণ নেতাকর্মীদের সাথে নিয়ে পৌঁছে দিয়েছেন কলাবাগানের অসহায় মানুষের ঘরে ঘরে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে সাধ্য অনুযায়ী প্রচেষ্টা অব্যাহত।
তিনি আরও বলেন, যখন মধ্যবিত্ত পরিবারগুলো সামাজিক লোক লজ্জার ভয়ে কোথাও যেতে পারতো না। কাউকে কিছু বলতেও পারতো না তখনই কলাবাগান থানা ছাত্রলীগের পক্ষ থেকে খোলা হয়েছিল হট লাইন নাম্বার। তখন থেকেই চেষ্টা করে যাচ্ছি, সংকটে বা দুর্যোগে মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করার। ভবিষ্যতেও এমন কর্মসূচী চলমান থাকবে বলে তিনি জানান।
জেবি/সামাজিকতা/এফ০০১
Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: