
সম্প্রতি বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা বিষয়কে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষের মামলায় জামিন পায়নি বিএনপি নেত্রী ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি।
গত ২৭ মে গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রী ও পদ্মা সেতু নিয়ে কথা বলে।
তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে, এমন অভিযোগ নিয়ে ২৯ মে মিছিল বের করে আওয়ামী লীগ। একপর্যায়ে তারা বিএনপির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সুরাইয়া জেরিন রনির জামিন আবদেন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। সুরাইয়া জেরিন রনিকে কারাগারে নেয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম ছুঁড়ে মেরেছে এবং চড় থাপ্পড় মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । এসময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। পরবর্তিতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে।
জেবি২৪
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: