
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদিয়ে বিএনপি নেতা চাঁদ লাশের পাহাড়ের তৈরির ঘোষণা দিলেন
গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ।’
উক্ত বক্তব্য পরিস্কার ভাবে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপি লাশের পাহাড় তৈরির ইঙ্গিত দিয়েছে। কথিত অর্থে, শাব্দিক অর্থে, বাস্তবিক অর্থে বিএনপি এই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যা, সেনানিবাসে সৈনিক হত্যা, শেখ হাসিনাকে পূর্বে গ্রেনেড মেরে হত্যা চেষ্টা সহ নানামুখি হত্যা চেষ্টা,জ্বালাও পোড়াও, জঙ্গিবাদ তৈরী ইত্যাদি সকল প্রকার রক্তের নেশায় বুদ হয়ে থাকা একটি ভয়ংকর রাজনৈতিক দল সেটা আবারও তারা প্রমান করার জন্য রেডি সেটা বলাই যায়।
বিএনপি নেতা চাঁদ একক কোন সিদ্ধান্তের কথা বলেনি বলে বিভিন্ন মহলের বক্তব্য এসেছে। চাঁদ বিএনপির ভিতরের খবর সামনে নিয়ে এসেছে।
এখন দেখার বিষয় আওয়ামীলীগ কি প্রতিক্রিয়া দেখায়, প্রশাসন কি করে। তবে এটুকু বলতে পারি, এই বক্তব্যের ফলাফল ভালো কোন কিছুই বয়ে আনবে না। এই ক্ষেত্রে আমি আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে সাপোর্ট করতে চাই। আর কোন স্বচ্ছতা নয়। সরাসরি প্রতিরোধ এর জন্যই মাঠে নামতে হবে। শেখ হাসিনা একা নয়, এটা এখন প্রমাণ করার সময় হয়েছে।
মো: তৈমুর মল্লিক
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: