
আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বাজার প্রতিযোগিতার কারণে গ্রাহকদের হাতে আরও আকর্ষণীয় হ্যান্ডসেট তুলে দিতে নতুন নতুন ফিচার অ্যাড করে বাজারে আসছে নানা ধরণের এন্ড্রয়েড ফোন। বলাবাহুল্য এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে চীন। সম্প্রতি নতুন চমক দেখিয়েছে চীনা কোম্পানি ভিভো, তাদের নতুন ফোনে থাকছে একটি ড্রোন ক্যামেরা।
সাম্প্রতিক ভিভো'র একটি কনসেপ্ট ফোনের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে একটি ছোট্ট ড্রোনের মতো ক্যামেরা মডিউল দেখা গেছে, আর তাতে আছে চারটি পাখা। মোট দুটি ক্যামেরা থাকছে এই মডিউলে।
ভিভো বলছে, এই ফোনের পেটেন্ট ডিজাইনের কারণে খুব সহজেই ফোনের ভেতরে ড্রোনটি ঢুকে যেতে পারে। ড্রোন ক্যামেরাটি সচল থাকা অবস্থায় ছবি ও ফোর-কে ভিডিও ধারন করতে পারে। ২০০ মেগা পিক্সেলের ড্রোন ক্যামেরার পাশপাশি এ হ্যান্ডসেটটিতে আরও থাকছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২ গিগাবাইট র্যাম।
তবে এই ড্রোনটি কিভাবে কাজ করবে এবং ফোনের মধ্যে কিভাবে ফিরে আসবে বা কতোদূর পর্যন্ত উড়তে পারবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে প্রশ্ন উঠেছে ব্যাটারী লাইফ নিয়ে। ৬০০০ এমএএইচ ব্যাটারির সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে গ্রাহকদের। ড্রোনটি একবার চার্জ করার পর কতক্ষণ তার ব্যাটারি অবশিষ্ট থাকবে, তা নিয়ে এখনও সন্দিহান বিশেষজ্ঞরা।
ভিভোর পক্ষ থেকে বিস্তারিত না জানানো হলেও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাত ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটি চলতি আগস্ট মাসেই বাজারে আসবে। বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়াবে প্রায় এক লাখ টাকা।
ভিভো ড্রোন ক্যামেরা ফোনের সম্ভাব্য ফিচার:
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: