• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রশ্নই আসেনা মাথা নোয়াবার

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ১৩ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১৯ এএম
শেখ হাসিনা , প্রধানমন্ত্রী , বাংলাদেশ,  শেখ হাসিনার দৃঢ়তা , ষড়যন্ত্রকারীদের ভূমিকা ,
সংগৃহীত

 

কথায় বলে ৩ দিনের চাঁদ ঘরের দরজায় বসেই দেখা যায় । বাংলাদেশকেও দেখছে বিশ্ব সঠিক জ্ঞান, বিজ্ঞান আর বিশ্লেষনের চোখ দিয়ে । আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের নির্বাহী প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার জন্য । 
অথচ আমরা বাংলাদেশকে দেখছি - কট্টরপন্থী পরশ্রিকাতরতার মধ্যে দাঁড়িয়ে, নির্জিব হয়ে, উগ্রবাদের মধ্যে থেকে, জঙ্গিবাদের তীর্থ স্থান স্থান নির্মানের আশা নিয়ে , প্রকৃত ইসলামকে দুরে রেখে মনগড়া ফতোয়ার মধ্যে দাঁড়িয়ে, রাজনীতিকে আঘাত করতে প্রধান অস্ত্র ধর্মকে ব্যাবহার করে, ধর্ম ব্যাবসায়ী হয়ে । 


আমরা নিজের দেশকে ধর্মের বাড়াবাড়িতে আঘাত করলেও , দুইদিন আগে সৌদি প্রিন্সের বক্তব্যকে চরম ধর্ম অনবমাননা হিসাবে প্রতিবাদ করতে পারিনি (যদি সে মিথ্যা বলে) । আবার সমর্থনও করিনি (যদি সে সত্য বলে) । 
তার অর্থই বাংলাদেশে সত্যিকার কোন ইসলামি স্কলার নেই, বিশ্লেষক নেই, কোরান বা ইসলাম গবেষক নেই । যা আছে সবই প্রায় ধান্দাবাজ । আজ যখন মানুষের ঈমান নিয়ে টানাটানি , সেই মুহুর্তে দেশের মধ্যে থেকে কোন ইসলামি স্কলারের মুখে কোন কথা নেই । 


তাহলে প্রশ্ন আসে কেন নেই ? উত্তর খুবই সহজ - সৌদী ফান্ড বন্ধ হয়ে যাবে তাদের জন্য । এর মধ্যে থেকে একটা বিষয় বেরিয়ে আসে, বাংলাদেশের ইসলামি স্কলাররা ফান্ড প্রাপ্তির আশায় মনগড়া কথা বলে, যা ইসলাম নয়। ঈমান নয় । 
যেদেশের মানুষের এই নৈতিকতা , সেখানে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, দেখার চোখ আসবে কোথা থেকে , সেটাই বড় প্রহ্ন। স্বভাবতই তারা শেখ হাসিনাকে দেখবে না বা তার কাজ দেখতে পাবে না সেটাই স্বাভাবিক । 


এতসবের মধ্যে টিকে থাকতে গেলে একমাত্র পথ তাদের জন্য , দেশের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। শয়তানের রাস্তায় চলতে হবে, সকল ভালো অস্বীকার করে নিজেদের ক্ষমতায় যেতে হবে। তবেই আর কেউ প্রশ্ন করার থাকবে না , পরিশ্রম করতে হবে না , বাইরে থেকে ভিক্ষার অর্থ ছুঁড়ে দেবে, তাই দিয়ে সুরা পান করে সমকামী থেকে শুরু করে নারীভোগি সমাজ গড়ে তোলা সম্ভব হবে । আর তাই চোখ আছে দেখবো না । কান আছে শুনবো না । মাথার মধ্যে অগজ আছে কিন্তু সেখানে জ্ঞান বিজ্ঞান থাকবে না । পশ্চিমা বলতে যে দুইটি দুনিয়া আছে, তাদের তাবেদারি করবো , আর দেশের বিরুদ্ধে অস্ত্র ধরবো । যা অন্যায়, যা মোহা অন্যায় । 


বাঙালী জাতির জনক , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভয় পায়নি, আর তাই বাংলাদেশ এসেছে । তার রক্ত #শেখ_হাসিনা ভয় পাবে সেটা ভাবাও বোকামি । 
আর তাই তার মুখ থেকে এমন বক্তব্য উচ্চারিত হবে এবং হবেই । বলতে দ্বীধা নেই, আপাত দৃষ্টিতে যাই দেখাযাক, সত্যিকার ভাবে যদি দরকার হয়, সেদিন দেখা যাবে তিনি একা নন । 
আমরা জানি, শূয়রের পাল দেখে - ১টা বাঘ কখনই ভয় পায়না । প্রয়োজনে বাঘের থাবায় শূয়রের পাল ছুটে পালায় এদিক ওদিক । 

 


#জয়_বাংলা , #জয়_বঙ্গবন্ধু 
#জয়তু_শেখ_হাসিনা ।

 

মোঃ তৈমুর মল্লিক 

কলামিস্ট 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী বিভাগের জনপ্রিয় সংবাদ