• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ফরিদপুরে ৪ মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে

সাংবাদিক হাবিব
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৬ এএম
ফরিদপুর , মোটরসাইকেল চুরি , ঢাকা

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে আটক করেছে।


আজ ফরিদপুর ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের বৈখির গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ শেখ (২৬), মোঃ সুমন মোল্লা (২৪), মোঃ ওয়াহিদুর রহমান (৩৯) ও তার ভাই মোঃ নাইমুর রহমান (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বৈলমারী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়।


আব্দুল্লাহ ও সুমনের মিছিল থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি দল।

গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে দলটি পরে বাইখীর এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে।

আসামিরা বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করে আসছিল।


এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইমানুর হোসেন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা করেছেন বলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াহাব জানান।

ডিবির ওসি রাকিবুল জানান, গ্রেপ্তার চারজনকে আজ বিকেলে জেলা আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ