• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ফেসবুক বদলে ফেলছে হোমপেজ

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৬ এএম
ফেসবুক,   হোমপেজ

 

আজ থেকে হোমপেজে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে  জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই পরিবর্তনের অংশ হিসেবে ভার্টিক্যাল ভিডিওর জন্য পৃথক একটি বিভাগ চালু করা হচ্ছে। এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুক ২৮/জুলাই তারিখ থেকে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকেই ফেসবুক অ্যাপের হোমপেজ অনেকটা টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিক্যাল পাবলিক ভিডিও আসতে থাকবে।


এবার থেকে রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরি সব কিছুই ফেসবুকের অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা। এ ছাড়াও অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব দেখতে পাবেন। আরো নতুনত্ব থাকবে এই যে,গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করবেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হয়ে যাবে। 

আজ থেকে অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা বলা হবে না । মেটা আরও জানিয়েছে, হোম পেজের কয়েকটি ট্যাবে বিজ্ঞাপন দেখানো হবে। কিন্ত ফেসবুক ওয়াচ ও গ্রুপ ট্যাবে  পরিবর্তন হচ্ছে না কোনো,অর্থাৎ আগের মতোই থাকছে।

ফেসবুক অ্যাপটি গ্রাহক আপডেট করলে নতুন ইন্টারফেস উপভোগ করা যাবে এমনিতেই।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের জনপ্রিয় সংবাদ