• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃত পরীক্ষার্থী উদ্ধার, অপহরণকারী আটক

মোঃ রাজু প্রামাণিক, বগুড়া ব্যুরো প্রধানঃ
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২১ এএম
বগুড়া, দুপচাঁচিয়া, অপহরণ, আসামি আটক

অপহৃত হওয়া পরীক্ষার্থী-কে উদ্ধার ও অপহরণকারী দলের একজনকে আটক করেছে জেলার দুপচাঁচিয়া থানা পুলিশ।

আটককৃত অপহরণকারী মোঃ নাঈম হোসেন (২৩) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা গ্রামের মোঃ জাফর আলীর ছেলে।

 

৩ জুন রোববার উক্ত আটককৃত অপহরণকারীর পিতার নিজ বাড়ি থেকে এসএসসি পরীক্ষার্থীনিকে উদ্ধার এবং নাঈম-কে আটক করা হয়!

মামলার বিবরণীতে জানা যায়, (ছদ্মনাম) মিস দিয়া (১৬) দুপচাঁচিয়া থানাধীন তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী। চলতি বছরের  ০৭ মে  সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে যায় মিস দিয়া। পরবর্তীতে মিস দিয়া আর বাড়ীতে ফিরে আসে নাই। মিস দিয়ার পিতা অনেক  খোঁজাখুজির একপর্যায়ে সাক্ষী একই গ্রামের মৃত শরাফতের ছেলে মোঃ আঃ মালেক (৬০) ও মৃত সামাদ প্রামানিকের ছেলে  মোঃ আনছার আলী প্রাং(৪৫)-এর মাধ্যমে জানতে পারে যে, গত  ০৭ মে উক্ত দিন  সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় দুপচাঁচিয়া থানাধীন তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তিরা মিস দিয়াকে  সিএনজিযোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে মিস দিয়ার বাবা ও আত্বীয়-স্বজনরা মিস দিয়াকে সম্ভাব্য স্থানে খোঁজ করিয়া উদ্ধারের চেষ্টা করলেও। কোথাও খুঁজে পায় নাই।

 

খোঁজাখুজির এক পর্যায়ে ০৩/০৭/২০২২ তারিখ রোববার বিকাল আনুমানিক ০৫.৪০ ঘটিকার সময় জানতে মামলার এক নং আসামী মোঃ নাঈম হোসেন(২৩) মিস দিয়াকে অপহরণ করে বিভিন্ন জায়গায় অবস্থান করে বর্তমানে দেবখন্ড গ্রামস্থ তার নিজ বসত বাড়ীতে অবস্থান করিতেছে। তাৎক্ষনিক ভাবে মিস দিয়ার বাবা দুপচাঁচিয়া থানা পুলিশকে মোবাইল ফোনে সংবাদ দিয়ে পুলিশী সহায়তা প্রার্থনা করিলে দুপচাঁচিয়া থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় উক্ত অপহরণকারীকে আটক করা হয়।

 

 

Daily J.B 24 / ক্রাইম নিউজ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ