• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে গিয়ে লক্ষ্মীপুরে "শিবিরকর্মী" আটক

লক্ষ্মীপুর সংবাদ
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৪৮ পিএম
লক্ষ্মীপুর, বঙ্গবন্ধুর ম্যুরাল, শিবিরকর্মী আটক
ফাইল ছবি

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার সময় রাসেল ইকবাল নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। 

 

২৬ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় ট্রাফিক চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার সময় স্থানিয়রা তাকে আটক করে এবং তাকে পুলিশে  সোপর্দ করে।  

রাসেল ইকবাল সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামের মো. হানিফের ছেলে। তিনি নিজেকে শিবিরকর্মী বলে পরিচয় দিয়েছে বলে জানাগেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা পরিষদের স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের চারপাশে থাকা কয়েকটি গ্লাস রাসেল লাঠি দিয়ে ভাঙছিল। সেই অবস্থায় আশপাশের লোকজন দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাসেল নিজেকে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায়। সে বলে, গোলাম আজমের ছেলের নির্দেশে সে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে। তার সঙ্গে গোলাম আজমের ছেলের যোগাযোগ রয়েছে। এর জন্য কোন টাকা নেওয়া হয়নি। তবে এর সুফল সে কেয়ামতে পাবে বলে জানিয়েছে।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, ছেলেটি থানা হেফাজতে রয়েছে। কি কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন,  বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ, এটি কোন সাধারণ ঘটনা নয় বা সেই হিসাবে দেখা ঠিক হবে না । তাকে রিমান্ডে এনে কার মদদে, কারা তাকে দিয়ে ঘটনা করিয়েছে তা বের করতে হবে।

 

 

Daily J.B 24 /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ