• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বজ্রপাত থেকে বাঁচতে রূপসা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ট্রলারমাঝি মতি শিকদার

নিজস্ব প্রতিনিধি
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৭ পিএম
রুপসা নদী , বজ্রপাত, নিখোঁজ মাঝি , খুলনা
ফাইল ছবি

খুলনা প্রতিনিধি 

খুলনার পশ্চিম রূপসাঘাটে বজ্রপাত থেকে বাঁচতে রূপসা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন ট্রলারমাঝি মতি শিকদার (৪৫)। তবে ট্রলারে থাকা তার ছেলে রাকিব শিকদার (১৫) নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

রূপসা ঘাটের ট্রলারমাঝি সেলিম জানান, বুধবার বিকেল ৫টার দিকে বৃষ্টির সঙ্গে মাঝেমাঝে বজ্রপাত হচ্ছিল। ট্রলারমাঝি মতি শিকদার যাত্রী নিয়ে ঘাটের কাছাকাছি থাকা অবস্থায় বজ্রপাত হয়। তখন তিনি এবং তার ছেলে নদীতে ঝাঁপ দেন। কিন্তু তার ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও মতি শিকদার নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপর অন্য মাঝি ও স্থানীয় ডুবুরিরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। মতি শিকদার রূপসা উপজেলার চর রূপসা এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, গতকাল ১৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তারা সেখানে কাজ করছেন। 

তবে মতি শিকদারের সন্ধান মেলেনি।

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ