• ঢাকা
  • রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বন্ধুপ্রতিম শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার চিকিৎসা সহায়তা বাংলাদেশের

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৬ পিএম
শ্রীলঙ্কা, বাংলাদেশ, কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্ব
সংগৃহীত

শ্রীলঙ্কা বর্তমানে চরম অর্থ সংকট ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করছে । চরম অর্থনৈতিক সংকটে থাকা প্রতিবেশীর সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার চিকিৎসাসামগ্রী অনুদান দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকার এবং স্থানীয় বেসরকারি উদ্যোক্তারা এ চিকিৎসা পণ্য সরবরাহ করেছে।

বৃহস্পতিবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার অধ্যাপক সুদর্শন ডিএস সেনাবিরত্নেকে টোকেন হিসেবে ওষুধের কিছু বাক্স হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) সভাপতি নাজমুল হাসান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ড. মোমেন এই চিকিৎসাসামগ্রী সহায়তাকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সংহতি ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য যেকোনো দেশকে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করতে দ্বিধা করে না।

তিনি আরও বলেন, এই অনুদান অবশ্যই ফার্মাসিউটিক্যালস শিল্পের উচ্চমানের ওষুধ উৎপাদনে সক্ষমতা, আর্থিক সক্ষমতা প্রকাশ করবে এবং এটি প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির সংকল্পকেও প্রমাণ করে।

পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে শ্রীলঙ্কাকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে।

কয়েক দিনের মধ্যে চিকিৎসা সামগ্রী শ্রীলঙ্কায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়। সূত্র : বাসস

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ