• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বন্যা বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই, সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছে-: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৭ পিএম
বন্যা, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা , প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, পরিদর্শন , ত্রান বিতরন
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।সার্বিক  পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বন্যাদুর্গত এলাকা (আক্রান্ত তিন জেল ) পরিদর্শন শেষে সিলেটে এ কথা বলেন তিনি। 

এদিন নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে রওনা দেন তিনি।

পরিদর্শন শেষে সকাল ১০টার কিছু আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে সিলেট সার্কিট হাউজে যান তিনি। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরে সেখানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।

শেখ হাসিনা জানিয়েছেন, সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে।

টানা ভারি বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভয়াবহ বন্যায় দুর্দশায় পড়েছে প্রায় অর্ধ কোটির মতো মানুষ।

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী বিভাগের জনপ্রিয় সংবাদ