
এতো বিরোধ, এতো রাজনীতি, ভূরাজনৈতিক রসায়ন, বিরোধী দলের এতো নালিশ, সব কিছুর পরেও যুক্তরাষ্ট্র ১ কোটি ফাইজার টিকা দিয়েছে বাংলাদেশকে।
করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের এই টিকা যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষথেকে অনুদান হিসাবে দেয়া হয়েছে। এ নিয়ে কোভ্যাক্স সুবিধার আওতায় মার্কিন সরকার তিন কোটি ৮৬ লাখের বেশি করোনার টিকা অনুদান হিসেবে প্রদান করেছে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ সোমবার (৩১ জানুয়ারি) বলেন, করোনার এই টিকা শিক্ষার্থী ও যারা এখনো প্রথম ডোজ নেওয়ার অপেক্ষায় আছেন তাদের টিকাদান কর্মসূচি সম্প্রসারণে সহায়তা করবে। এ ছাড়া করোনার দ্রুত ছড়িয়ে পড়া ধরন ওমিক্রন থেকে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে তাদের বুস্টার ডোজ পেতে সহায়তা করবে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী করোনা প্রতিরোধে নেতৃত্ব দিতে ২০২২ সালের মধ্যে ফাইজারের ১০০ কোটি ডোজ টিকা অনুদান হিসেবে প্রদান করতে অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে বাংলাদেশকে এই এক কোটি ডোজ ফাইজার টিকা দেওয়া হয়েছে।
আগামী মাসগুলোতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।
Daily J.B 24 / জেবি/স্বাস্থ্য/০১২২২
আপনার মতামত লিখুন: