
দুই লাখ টন গম বাংলাদেশে রফতানি করতে রাশিয়া প্রস্তাব দিয়েছে। এছাড়া ভারত থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে গম আমদানির লক্ষ্যে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) খাদ্যমন্ত্রী সাধন মজুমদার সংসদে এই তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে রুশ কর্তৃপক্ষের সঙ্গে প্রথম দফা আলোচনা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। আগামী ৪ জুলাই আরেক দফা আলোচনা হবে। সেখানে আরও কিছু বিষয় চূড়ান্ত হবে।
দেশে বছরে ৬০ থেকে ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে। গত ২০২০-২১ অর্থবছরে দেশি জোগান ছাড়াও বেসরকারিভাবে প্রায় ৫৩ লাখ টন গম আমদানি হয়েছিল। চলতি অর্থবছরের ১১ মাসে আমদানি হয়েছে ২৩ লাখ টন।
জেবি/খাদ্য
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: